Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাজাপ্রাপ্ত বিডিআর স্বজনদের শাহবাগ অবরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ১৪:৫০ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ১৬:০০

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের স্বজনরা। ছবি: সারাবাংলা

ঢাকা: পুলিশের বেরিকেড ভেঙ্গে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের স্বজনরা। তাদের অভিযোগ, বিডিআর সদস্যরা বিনা বিচারে কারাগারে দিনের পর দিন রোগে কষ্ট করছেন। বিনা চিকিৎসায় অনেকের মৃত্যু হয়েছে। তাদের নিপপেক্ষ বিচারের মাধ্যমে হয় খালাস দেওয়া হোক নতুবা সাজা কার্যকর হোক।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে তারা শাহবাগ অবরোধ করে। এ সময় ওই পথ দিয়ে আশপাশের সকল সড়কের যানবাহন বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট।

বিজ্ঞাপন

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিল মনসুর বলেন, ‘সাজাপ্রাপ্ত এবং যারা বিনা বিচারে জেলে রয়েছে তাদের পরিবারের স্বজনরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।’

এর আগে গতকাল (৮ জানুয়ারি) দুপুরে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিয়ারের নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে যমুনায় পদযাত্রা শুরু করেন বিডিয়ারের পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। তারা শাহবাগ পর্যন্ত গেলে সেখানে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান করেন।

অবরোধে কারাবন্দি বিডিআর সদস্য মোল্লা সাঈদ হাসানের বাবা মোল্লা নাবিউল্লাহ বলেন, ‘৮২৪ জন কারাবন্দি আছেন। তাদের কেউ কেউ মৃত্যুবরণ করেছেন। চাকরিচ্যুত হয়েছেন সাড়ে ১৮ হাজার। আমরা বন্দিদের মুক্তি, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন দাবি করছি।’

উল্লেখ্য, ক্ষমতার পালাবদলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত পুনরায় শুরুর দাবি ওঠে শিক্ষার্থী ও জনতার পক্ষ থেকে। পরে, গত ১৯ ডিসেম্বর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান শহিদ পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

পনের বছর আগে এই হত্যাকাণ্ড পুনঃতদন্তের জন্য গত ২৪ ডিসেম্বর আ ল ম ফজলুর রহমানকে প্রধান করে কমিশন গঠন করে ৯০ দিনের সময় বেঁধে দিয়েছে সরকার।

বিডিআর বিদ্রোহের পর যারা চাকরিচ্যুত হয়েছে ও চাকরিচ্যুত সদস্যদের পরিবারের লোকজন এ আন্দোলন করছেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে তাদের দাবি আদায়ের পক্ষে কথা বলেন।

এদিকে, আজই বিডিআর হত্যাকাণ্ড ইস্যুতে সিএমএম আদালতে শুনানি রয়েছে বলে জানা গেছে।

সবশেষ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে বিডিআর বিদ্রোহের ঘটনায় কারাগারে থাকা জওয়ানদের বিচারকাজ শুরু হওয়ার কথা ছিল। তবে শিক্ষার্থীদের বাধার মুখে বিচারকাজ বন্ধ হয়ে যায়।

সারাবাংলা/ইউজে/এআইএন/এমপি

অবরোধ শাহবাগ মোড় সাজাপ্রাপ্ত বিডিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর