চ্যাম্পিয়নস ট্রফিতে থাকছেন না কামিন্স?
৯ জানুয়ারি ২০২৫ ১২:৫৯
তার হাত ধরেই গত দুই বছরে একের পর এক সাফল্য পেয়েছে অস্ট্রেলিয়া। অ্যাশেজ, টেস্ট চ্যাম্পিয়নশিপের পর অজিদের ৫০ ওভারের বিশ্বকাপও জিতিয়েছেন প্যাট কামিন্স। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে সেই কামিন্সকেই হয়তো পাবে না অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, ইনজুরির কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে নাও দেখা যেতে পারে অস্ট্রেলিয়ান অধিনায়ককে।
ভারতের বিপক্ষে সিরিজ জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। শ্রীলংকা বিপক্ষে সিরিজে তাই স্কোয়াড থেকে সরে দাঁড়িয়েছেন কামিন্স। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই শ্রীলংকা সফরে যাচ্ছেন না তিনি। তবে এই সময়ে নিজের গোড়ালির চিকিৎসাও করাবেন কামিন্স।
ভারতের বিপক্ষে সিরিজের শেষভাগ থেকেই গোড়ালিতে ব্যথা অনুভব করছেন কামিন্স। এই বিরতির মাঝে গোড়ালির স্ক্যান করাবেন কামিন্স। গোড়ালির ইনজুরি কতটা গুরুতর, সেটা জানা যাবে স্ক্যানের পরেই।
কামিন্সের এই ইনজুরি বেশ চিন্তার মাঝেই ফেলেছে অস্ট্রেলিয়াকে। বেইলি বলছেন, স্ক্যান রিপোর্ট না আসা পর্যন্ত কামিন্সের চ্যাম্পিয়নস ট্রফি খেলা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে, ‘আমাদের স্ক্যান রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার গোড়ালি নিয়ে বেশ কিছু কাজ করতে হবে। আমরা কয়েকদিনের মাঝে আরও বিস্তারিত জানতে পারব।’
কামিন্সের ইনজুরি যদি গুরুতর হয়, তাহলে আগামী মাসে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে তার খেলা অনিশ্চিত হয়ে পড়বে। আগামী মাসের ১২ তারিখের মাঝে চ্যাম্পিয়নস ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করতে হবে দলগুলোকে। ২২ ফেব্রুয়ারি লাহোরে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
সারাবাংলা/এফএম