লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ১৩:৪০
ঢাকা: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের বিভিন্ন জায়গায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত অন্তত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে বেশ কয়েক জন এবং এক হাজারেরও বেশি অবকাঠামো পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়, ইটনে এক লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া প্যালিসেডসের আগুন থেকে ৩৭ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গত মঙ্গলবার (৭ জানুয়ারি) পালিসেডসে প্রথম আগুনের ঘটনাটি লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক হয়ে উঠেছে। শহরের ভেতরে এবং আশপাশে দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
লস অ্যাঞ্জেলেসের উত্তরপশ্চিমাঞ্চলীয় সান ফারনান্দো ভ্যালির সিলমার এলাকার কাছে হারস কাউন্টির আগুন ৭০০ একর এলাকা গ্রাস করেছে। তিন হাজার মানুষকে সেখানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া উডলির দাবানলে পুড়ে গেছে ৭৫ একর এলাকা।
দাবানলকে কেন্দ্র করে লস অ্যাঞ্জেলেসে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিসের শত শত কর্মী কাজ করছেন। কেউ স্থলভাগ থেকে, আবার কেউ উড়োজাহাজ থেকে আগুন নেভানোর চেষ্টা করছেন।
কয়েকটি ছবিতে দেখা গেছে, দাবানল ছড়িয়ে পড়া এলাকাগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং চারপাশ আগুনের কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বিশেষ ব্যবস্থায় সমুদ্র থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করছেন। আগুনের শিখা বাড়িঘরকে ক্রমাগত গ্রাস করছে এবং বুলডোজারগুলো রাস্তা থেকে পরিত্যক্ত যানবাহনগুলোকে সরিয়ে নিচ্ছে।
এদিকে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইতোমধ্যে দাবানল সম্পর্কিত তথ্য জানানো হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয়ভাবে সহযোগিতা করার জন্য বাইডেনের দল স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন।
সারাবাংলা/ইআ