Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তে গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকের আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ২২:৪১

সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের চিনাকান্দি সীমান্ত এলাকায় ভারতীদের গুলিতে বাংলাদেশি যুবক মো. সাইদুল ইসলাম নিহত হয়েছেন। তবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নাকি ভারতীয় গারোরা গুলি করেছেন তা নিশ্চিত করতে পারেনি বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। স্থানীয়দের ধারণা— বিএসএফের গুলিতেই সাইদুল মারা গেছেন।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সুপারি পাঠানোর সময় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সাইদুল ইসলাম উপজেলার ধনপুর ইউনিয়নের গামাতলা খাসপাড়া পূর্ব এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাইদুল ইসলাম সন্ধ্যায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সুপারি পাঠানোর সময় গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন, সীমান্তে সুপারি নিয়ে গেলে সাইদুলের সঙ্গে বিএসএফ সদস্যদের কথা কাটাকাটি হয়েছে বলে শুনেছেন তারা। স্থানীয়দের ধারণা, বিএসএফের গুলিতেই সাইদুল মারা গেছেন।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির জানিয়েছেন, বিএসএফের গুলিতে নাকি ভারতীয় গারোদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় মাছিমপুর বিওপি ও ভারতের কড়াইগড়া বিএসএফ ক্যাম্পের পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের পরে জানতে পারবো ঘটনা কী ঘটেছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিকুর ইসলাম বলেন, ‘নিহতের বুকে ও পেটে দুটি গুলিবিদ্ধ হয়েছে। ময়নাতন্তদের পর জানা যাবে কী ধরনের বুলেট শরীরে বিদ্ধ হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

পতাকা বৈঠক যুবক নিহত সীমান্তে গুলি সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর