Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীদের ফ্যাশনেবল শীতপোশাকে রাজধানীর ফুটপাত জমজমাট

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ২২:০২

শীতবস্ত্র বেচাকেনার অস্থায়ী বাজার। ছবি: সারাবাংলা।

ঢাকা: শীতের হিম বাতাসে নারীদের ফ্যাশনেবল শীতপোশাকে রাজধানীর ফুটপাত এখন জমজমাট। ফ্যাশন ও উষ্ণতার মিশ্রণে বাহারি শীতের পোশাক মিলছে ফুটপাতেও। আর নারীরা ফ্যাশনেবল পোশাক পড়তেই বেশি পছন্দ করেন। সাশ্রয়ী দামে স্টাইলিস্ট পোশাক খোঁজেন যারা— তারা অনেকেই বেছে নিয়েছেন ভ্রাম্যমাণ দোকান ও ফুটপাত। নারীদের পছন্দকে প্রাধান্য দেওয়ায় ফুটপাতের শীতবস্ত্রে বেশি আগ্রহ।

বুধবার ( ৮ জানুয়ারি) রাজধানীর বেশকিছু ভ্রাম্যমাণ দোকান ও ফুটপাত ঘুরে এমন দৃশ্যই চোখে পড়েছে।

বিজ্ঞাপন

রাজধানীর নিউমার্কেট, চকবাজার, মৌচাক, বাড্ডা, গুলিস্তান, বায়তুল মোকাররম, পল্টন, ভিক্টোরিয়া পার্ক ও মিরপুরে ভ্রাম্যমাণ দোকানগুলোতে নারীদের উপচেপড়া ভিড় দেখা যায়। এসব শীতবস্ত্রের দোকানে উল দিয়ে তৈরি মোটা-পাতলা সোয়েটার, ওভারকোট, হুডি সোয়েটার, ওভারকোটি। রয়েছে বিভিন্ন কাপড়ের ব্লেজার, সার্টিন, ভেলভেট এমনকি অ্যান্ডি খাদির তৈরি সোয়েটারও ।

তরুণীদের শীর্ষ পছন্দে রয়েছে ব্লেজার। যদিও আগে শুধু করপোরেট অফিসগুলোয় ব্লেজার পরতে দেখা যেত তরুণীদের। কিন্তু এখন সাধারণ মেয়েরাও অনায়াসেই ব্লেজার পরছেন। কেবল ফ্যাশন হাউসগুলোতেই নয় তরুণীদের কথা মাথায় রেখে ফুটপাতের দোকানিরাও ব্লেজারে সাজিয়েছেন ফুটপাত।

ফুটপাতে শুধু নিম্নবিত্তরাই কেনাকাটা করেন তা কিন্তু নয়। মূলত ফ্যাশনেবল পোশাক পছন্দ করা নারীরাই এসব জায়গায় আসেন। তেমনই একজন শিলা রহমান। তিনি পেশায় একজন ব্যাংকার। তিনি জানান, মিরপুরের ফুটপাতে, অনেক সুন্দর প্রসাধনী রয়েছে। আছে শীতের নতুন নতুন পোশাক। দামও সাশ্রয়ী। এখান থেকে পরিবারের সবার জন্য পোশাক কেনা যায়। উপহার কেনার জন্যেও ফুটপাতে আসা হয়।

বিজ্ঞাপন

মিরপুর ১০ নম্বরে ব্লেজার বিক্রেতা রাসেল মিয়া জানান, তার দোকানে বিভিন্ন স্টাইলের জ্যাকেট ও কোট আছে। উলের কাপড়, ভেলভেট ও সার্টিন কাপড়ের কোট। তরুণীরা তাদের পছন্দের শীতপোশাক কিনতে পারছেন। ২০০ থেকে ৮০০ টাকার মধ্যে ফ্যাশনেবল শীতপোশাক কিনতে পারায় তার দোকানে দিন দিন ভিড় বাড়ছে।

এসব দোকান ঘুরে দেখা যায়, ১০০ থেকে ৭০০ টাকার মধ্যে ভালোমানের বিভিন্ন ধরনের সোয়েটার। ২০০ থেকে ১০০০ টাকায় ব্লেজার ও কোট। ৫০ থেকে ২০০ টাকার মধ্যে টুপি ও মাফলার কেনা যায়। পোশাকের রঙয়ের সঙ্গে ম্যাচিং করে টুপি ও মাফলারও কিনছেন অনেকে। পাশাপাশি হাত-পায়ের মোজাতেও রয়েছে চাহিদা। রাজধানীর ফুটপাত এখন শীতপোশাকে বেশ জমজমাট।

সারাবাংলা/এফএন/এসআর

ফুটপাত শীতপোশাক