Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গার্মেন্টসের স্থানীয় বাজার তুলে ধরতে শুরু ‘গ্যাপেক্সপো-২০২৫’

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ২১:৫০ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ২১:৫৪

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হচ্ছে

ঢাকা: তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য এবং এ শিল্পের সর্বাধুনিক যন্ত্রপাতি নিয়ে রাজধানীতে শুরু হয়েছে চারদিন ব্যাপী ‘গ্যাপেক্সপো-২০২৫’। চলবে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত। একই সময়ে অনুষ্ঠিত হবে গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ-২০২৫।

বুধবার (৮ জানুয়ারি) বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এবং এএসকে ট্রেড অ্যান্ড এক্সিউবিশন প্রাইভেট লিমিটেড যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছেন। আইসিসিবির আটটি হল জুড়ে এই প্রদর্শনীটিতে অংশ নিয়েছে ২৫টি দেশের ৫০০ প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

স্বাগত বক্তব্যে বিজিএপিএমইএ সভাপতি মো. শাহরিয়ার বলেন, বাংলাদেশের পোশাক রফতানির ৪৭ বিলিয়ন মধ্যে এই খাতের অবদান প্রচ্ছন্ন রফতানি রয়েছে ৭ বিলিয়ন। তবে মোট রফতানি আয় ৮ দশমিক ৫ বিলিয়ন, এরমধ্যে ১ দশমিক ৫ বিলিয়ন সরাসরি রফতানি হয়। তিনি বলেন, কোভিড ১৯ মহামারীর সময় যখন সব পণ্য আমদানি বন্ধ হয়ে যায়, তখন রফতানি পণ্যের শতভাগ এক্সেসরিজ ও প্যাকেজিং যোগান দিয়েছিল স্থানীয় প্রতিষ্ঠানগুলো। পোশাক খাতের স্থানীয় প্রতিষ্ঠানের ভূমিকা অনেক।

বিজিএপিএমইএ সাবেক সভাপতি রাফেজ আলম চৌধুরী বলেন, মেলায় ৭৭ কোম্পানি ২৭০ বুথে তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন।

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, আমরা এক অস্বস্তিকর পরিস্থিতিতে আছি। সরকার ফের গ‍্যাসের দাম বাড়াচ্ছে। বিগত সরকার অংশীজনদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই গ‍্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এই সরকারও কোনো ধরনের আলোচনা ছাড়াই একই কাজ করল। আলোচনা করতে বসলে আমরাও আপনাদেরকে কিছু পরামর্শ দিতে পারতাম।

বিজ্ঞাপন

বিকেএইএর সভাপতি মোহাম্মাদ হাতেম বলেন, হঠাৎ করে কেন প্রতি ইউনিট গ‍্যাসের দাম ৭০ থেকে ৭৫ টাকা দিতে হবে তা আমাদের বোধগম্য নয়। এতে করে স্থানীয় নতুন ও পুরনো শিল্পগুলো নিজেদের মধ্যে অসম প্রতিযোগিতায় পড়বে। আন্তর্জাতিক বাজারেও সক্ষমতা হারাবে।

হাতেম বলেন, ২০২৬ সালে এলডিসি গ্রাজুয়েশন হবে আত্মঘাতী সিদ্ধান্ত। এটাকে কেন্দ্র করে বিগত সরকার রফতানি প্রনোদনা বন্ধ করে দিয়েছে, তাই আমাদেরকে সুতা ও কাপড় আমদানি করতে হচ্ছে। এতে স্থানীয় টেক্সটাইল শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলডিসি গ্রাজুয়েশন ৫ বছরে জন‍্য পেছানোর দাবি জানান তিনি।

বাংলাদেশ চেম্বারের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ) বলেন, বাংলাদেশের শ্রম নির্ভর যে ভবিষ্যৎ দেখেছিলাম তা এখন ধূসর হয়ে যাচ্ছে। বাংলাদেশ এখনও পোশাক শিল্পের প্রথম ধাপে আছে, গত ৪০ বছরেও তা অতিক্রম করতে পারেনি। কারণ, বিগত সরকারের কোনো পরিকল্পনা ছিল না।

বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, আমার নিজের ব‍্যবসা ছেড়েছি আপনাদের ব‍্যবসা দেখবো বলে। গ‍্যাসের দাম বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছে তা বিগত সরকারের আমলের মতো করা হয়নি।

গ‍্যাসের দাম বাড়ানোর কারণ উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকারের সময়ে যে নৈরাজ্য হয়েছে, প্রাথমিক হিসাবে ২৮ লাখ কোটি টাকা। তার ভার সবাইকে নিতে হবে, না হয় অর্থনীতি আরও খাদে পড়বে। নবায়নযোগ‍্য জ্বালানি এখন সবচেয়ে সস্তা, তাই এ খাতে বিনিয়োগ করার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকাস্থ কোরিয়ান দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক ও এএসকে ট্রেড অ‍্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেডর পরিচালক জনাব নন্দ গোপাল। এ ছাড়া অনুষ্ঠানে বিজিএপিএমইএ ও ইস্টার্ন ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

‘গ্যাপেক্সপো-২০২৫’ গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর