হোম অ্যান্ড অ্যাওয়ে: নতুন ফরম্যাটে সাফ চ্যাম্পিয়নশিপ
৮ জানুয়ারি ২০২৫ ২০:২৫ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ২০:২৭
আগের আসরগুলোর মতো এক দেশে নয়, চলতি বছর থেকে সাফ চ্যাম্পিয়নশিপ ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ ভিত্তিতে চালু করতে চায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। আজ (বুধবার) নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফের নির্বাহী কমিটির সভা শেষে নতুন এই ফরম্যাটের কথা বলেছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। টুর্নামেন্টের আগামী আসরের দিনও ঠিক করা হয়েছে ১৫ জুলাই থেকে ২৫ জুলাই। অংশগ্রহণকারী দল হবে ৭টি।
পুরুষদের সাফের ১৫তম আসরের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। তবে নতুন ফরম্যাটের সাফ নিয়ে হেলাল বলেন, ‘আমরা এই মিটিংয়ে সিনিয়র সাফের টুর্নামেন্টের ফরম্যাট নিয়ে আলোচনা করেছি। সবার সম্মতিতে এটা হোম-অ্যাওয়ে ফরম্যাটে হবে। যদি কোনো কারণে সমস্যা হয়, সে ক্ষেত্রে ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হতে পারে। আরেকটা টুর্নামেন্ট আমরা চূড়ান্ত করেছি, সেটা হলো এ বছরই আমরা ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করব। সেই সঙ্গে বছরের ক্যালেন্ডারও অনুমোদন হয়েছে।’
নেপালে কার্যনির্বাহী এই সভায় সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুরুষ ও নারী বিভাগে এই চ্যাম্পিয়নশিপ শুরু হবে আগামী বছর থেকে। এই টুর্নামেন্ট নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনাতেই হাঁটছে সাফ, ৮ ক্লাব নিয়ে ২০৩০ পর্যন্ত চালাতে চায় ক্লাব চ্যাম্পিয়নশিপ। সাফ র্যাংকিংয়ের শীর্ষ দেশের দুটি ক্লাব খেলবে এই টুর্নামেন্টে, বাকি ৬ সদস্য দেশ থেকে থাকবে একটি করে ক্লাব। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে হওয়ার কথা এই টুর্নামেন্টও।
সারাবাংলা/জেটি