Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও মুক্তি পাচ্ছে হৃতিকের প্রথম ছবি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৮ জানুয়ারি ২০২৫ ২০:০৫

হৃতিক রোশন অভিনীত প্রথম সিনেমা ‘কহো না প্যায়ার হ্যায়’। একটা সময় বলিউড ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিল। আমিশা প্যাটেলের সঙ্গে তার জুটি মুগ্ধ করেছিল দর্শককে। আবারও সিনেমা হল-এ দেখা যাবে সেই সুপারহিট সিনেমা। যা শুনে রীতিমতো উত্তেজিত হৃতিক ভক্তরা। ১০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির। এমনকী, অভিনেতা নিজে সেই ফেলে আসা উত্তেজনা উপভোগ করতে সিনেমা হল-এ ভক্তদের সঙ্গে বসে ছবিটি দেখার পরিকল্পনা করেছেন বলে খবর ভারতীয় গণমাধ্যমে।

বিজ্ঞাপন

হৃতিকের ৫১ তম জন্মদিনে আবারও মুক্তি পাবে ‘কহো না প্যায়ার হ্যায়’। অভিনেতা মুম্বইয়ের আন্ধেরির পিভিআর আইনক্সে ৯ জানুয়ারি সিনেমাটির পুনরায় মুক্তিতে উপস্থিত থাকবেন। ছবি মুক্তির ২৫ বছর পূর্ণ হয়েছে ইতিমধ্যেই। অভিনেতা এক্স-এ একটি ভিডিয়োও শেয়ার করেছেন। যেখানে সিনেমার বেশ কিছু বিশেষ মুহূর্তও তুলে ধরেছেন।

১৪ জানুয়ারি, ২০০০ সালে মুক্তি পাওয়া মিউজিক্যাল রোমান্টিক থ্রিলারটি হৃতিক রোশনের বাবা রাকেশ রোশন পরিচালনা করেছিলেন। বক্স অফিসে ব্যাপক ভাবে সফল হয়েছিল সেই সময় ছবিটি। অভিনেতার কাকা রাজেশ রোশনের সঙ্গীত পরিচালনায় প্রতিটি গান মন ছুঁয়েছিল ভক্তদের।

সিনেমাটি আবারও সিনেমা হল-এ বসে দেখা যাবে এর থেকে বড় পাওয়া আর কী-ই বা হতে পারে। তাও আবার অভিনেতার জন্মদিনে। যেখানে সিনেমা হল-এ বসে হৃতিকের সঙ্গে জমিয়ে ছবিটি উপভোগ করতে পারবে সকলে৷ সেই রোম্যান্টিক মুহূর্ত আবারও ফিরে আসবে অনেকের জীবনে। ফিরবে পুরোনো স্মৃতি।

সারাবাংলা/এজেডএস

কহো না প্যায়ার হ্যায় হৃতিক রোশন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর