Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯৯৩ কোটি টাকা আত্মসাৎ
ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ১৯:২৯ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ২০:৫১

ঢাকা: ৯৯৩ কোটি ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলমসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্ত আহসানুল আলম বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের ছেলে।

বুধবার (৮ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন ঢাকার সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

আক্তার হোসেন বলেন, ইসলামী ব্যাংকের চট্টগ্রামের জুবলী শাখা থেকে ২০২৪ সালের ১০ অক্টোবর ভিত্তিক অনাদায়ী ডিলের মূল দায় ৯৯৩ কোটি ৭০ লাখ ২৩ হাজার ৪৭৮ টাকা। জালিয়াতির মাধ্যমে এ টাকা আত্মসাৎসহ বিনিয়োগ করা অর্থের উৎস গোপন করার উদ্দেশ্যে মানি লন্ডারিং করেছেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/ ৪২০/ 8৬৭/ ৪৬৮/ ৪৭১/ ৪৭৭ক/ ১০৯ তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) বাংলাদেশ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে এক হাজার ৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ১৯ ডিসেম্বর ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলমসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

উল্লেখ্য গত ২১ আগস্ট এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের তদন্ত শুরু করে দুদক। ইসলামী ব্যাংকের চট্টগ্রামের জুবলী ও খাতুনগঞ্জ শাখা থেকে জালিয়াতির মাধ্যমে এ ঋণ নিয়েছিল এস আলম গ্রুপ।

সারাবাংলা/জিএস/আরএস

ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম টাকা আত্মসাৎ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর