Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈষম্যবিরোধী আন্দোলনে কিশোর খুনের মামলায় সাবেক এমপি লতিফ রিমান্ডে

স্পেশাল করেসপডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৪৮ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ২০:০৭

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে এক কিশোরকে খুনের মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফসহ দুই আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দিয়েছেন আদালত।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে দুই আসামির উপস্থিতিতে পুলিশের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম মো. শরীফুল ইসলাম এ আদেশ দিয়েছেন।

জানা গেছে, নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাটে গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংঘাতে আহত হয়ে পরবর্তীতে মারা যান সাইমান প্রকাশ মাহিন নামে ১৬ বছর বয়সী এক কিশোর দোকানকর্মী। এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম আসামি সাবেক সংসদ সদস্য এম এ লতিফ ও যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম ফরিদকে পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী ওসমান গণি সারাবাংলাকে জানান, রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে আদালত এম এ লতিফকে একদিন এবং অপর আসামিকে তিনদিন রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।

এম এ লতিফ চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ১৭ আগস্ট চট্টগ্রাম নগরী থেকে লতিফকে গ্রেফতার করে পুলিশ। অপর আসামি তৌহিদুল ইসলামকে ২২ নভেম্বর সাতক্ষীরা থেকে গ্রেফতার করে পুলিশ।

সারাবাংলা/আরডি/এইচআই

এম এ লতিফ কিশোর খুনের মামলা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন