গ্রিনল্যান্ড ও পানামাকে নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের
৮ জানুয়ারি ২০২৫ ১৮:২৪ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ২০:০৮
গ্রিনল্যান্ড ও পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে যে ইচ্ছাপোষণ করেছিলেন, সেখান থেকে সরে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং ওই দুই এলাকাকে জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ অভিহিত করে সেগুলোর নিয়ন্ত্রণ নিতে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন তিনি।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ফ্লোরিডায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
তবে ডেনমার্ক ও পানামা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, তারা কোনো পরিস্থিতিতেই নিজেদের ভূমির মালিকানা ছাড়বে না।
গ্রিনল্যান্ড এবং পানামা খালের নিয়ন্ত্রণ নিতে তিনি কি সামরিক বা অর্থনৈতিক শক্তি ব্যবহার করে ভূ-খণ্ড দু’টি দখল করার চিন্তা করছেন? সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, না, এই দু’টির কোনোটির ব্যাপারেই আমি আপনাদের আশ্বস্ত করতে পারছি না। তবে আমি এটা বলতে পারি, অর্থনৈতিক নিরাপত্তার জন্য ওই এলাকাগুলো আমাদের প্রয়োজন।
মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার পরামর্শও দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প এমন একটি সময় গ্রিনল্যান্ড ও পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে মন্তব্য করলেন, যার আগে তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র গ্রিনল্যান্ড সফর করেছেন।
যদিও সফরের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প জুনিয়র সাংবাদিকদের বলেছিলেন, তিনি গ্রিনল্যান্ডের বাসিন্দাদের সঙ্গে কথা বলার জন্য ‘ব্যক্তিগত সফরে’ যাচ্ছেন। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চলটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছিলেন তিনি।
সারাবাংলা/এইচআই