Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবসেবায় হামদর্দের ভূমিকা প্রেরণাদায়ক : ধর্ম উপদেষ্টা

সারাবাংলা ডেস্ক
৮ জানুয়ারি ২০২৫ ১৮:১৪

ঢাকা: মানবসেবায় হামদর্দের ভূমিকা প্রেরণাদায়ক এমন অভিমত ব্যক্ত করে ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হামদর্দের কাছ থেকে মানবসেবার প্রেরণা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে ।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হামদর্দের আধুনিক কারখানায় গত সোমবার (৬ জানুয়ারি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বুধবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, দুর্নীতি বন্ধ করা গেলে নতুন বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ করা কেউ ঠেকাতে পারবে না।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হামদর্দ ফাউণ্ডেশন বাংলাদেশের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আনোয়ার। উপস্থাপনা করেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক উৎপাদন বশির আহম্মদ, উপ-পরিচালক প্রশাসন এবং পরিচালক (অ.দা.) লিগ্যাল ও প্রটোকল মিজানুর রহমান প্রমুখ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্ম বিষয়ক উপদেষ্টা আলোচনা সভা শেষে ধর্ম বিষয়ক উপদেষ্টা হামদর্দ আধুনিক কারখানার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং কারখানা প্রাঙ্গনে ভেষজ বৃক্ষ রোপণ করেন।

এরপর মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং হামদর্দ জেনারেল হাসপাতালও পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএস

হামদর্দ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর