Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসপ্লেতে ‘আ.লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’, হাসপাতাল ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ১৮:০৪ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ১৮:২৯

সিটি হসপিটাল প্রাইভেটের মূল ফটকের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে ওঠে

নোয়াখালী: সদর উপজেলার একটি হাসপাতালের ডিজিটাল ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে ওঠে।  এ সংবাদ ছড়িয়ে পড়ার পরপরই বিএনপি নেতাকর্মীরা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে কর্তৃপক্ষের শাস্তি দাবি করে। এ সময় তারা হাসপাতালে ভাঙচুর চালায়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাসপাতাল রোডের সিটি হসপিটাল প্রাইভেটের মূল ফটকের ডিসপ্লেতে এই লেখা ভেসে ওঠে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সিটি হসপিটাল প্রাইভেটের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে ওঠে। মুহূর্তের মধ্যে হাসপাতালের সামনে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এক পর্যায়ে হাসপাতালে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে।

সিটি হসপিটাল প্রাইভেটের ম্যানেজার কাজী মো.শাহজাহান নাজিম বলেন, ‘গত ১৬ ডিসেম্বর রাতেই হাসপাতালে ডিজিটাল ডিসপ্লেতে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু,আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা প্রথম ভেসে উঠেছিল। তখন আমাদের নৈশ প্রহরী সেটা ডিসকানেক্ট করে দেয়। পরে এটা নিয়ে আর কোনো কথাবার্তা হয়নি। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে স্থানীয় কিছু লোকজন এসে আবার ডিসপ্লেতে কানেকশন দেয়। এরপর লেখাটি পুনরায় ভেসে উঠে। ডিসপ্লের নিয়ন্ত্রণ হাসপাতালের কোনো অ্যাপে,তারে বা মোবাইলে নেই। এটি হাসপাতালের বাইরে থাকা একটি পেনড্রাইভের মাধ্যমে চলে।’

ম্যানেজার নাজিম অভিযোগ করে বলেন, ‘গতকাল রাতে ডিসপ্লেতে লেখা ভেসে ওঠে নাই। এটি ঘটানো হয়েছে। এরপর হাসপাতালের অ্যাম্বুলেন্স, প্রাইভেটকারসহ হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং নগদ টাকা লুট হয়। এতে প্রায় ৫০-৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।’

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে, হাসপাতালটির একজন চিকিৎসক সালমা ইসলামের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির পূর্ব বিরোধের জের ধরেই এই ঘটনা ঘটানো হয়েছে।

সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বলেন, ঘটনাস্থলে স্বাস্থ্য বিভাগের একটি টিম তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসডব্লিউ

আওয়ামী লীগ নোয়াখালী সিটি হসপিটাল প্রাইভেট হাসপাতাল ভাঙচুর