Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৭ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ১৯:১৬

ফেলানীর পরিবারের সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি ফেসবুক থেকে সংগৃহীত

ঢাকা: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কুড়িগ্রামের কিশোরী ফেলানী নিহত হওয়ার দুই যুগ পর তার পরিবারের দেখাশোনার দায়িত্ব নিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।

ওই পোস্টে আসিফ মাহমুদ ফেলানীর পরিবারের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ছবিতে উপদেষ্টার সঙ্গে ফেলানীর মা-বাবা ও ভাইকে দেখা যায়।

উল্লেখ্য, কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফেলানীকে গুলি করে হত্যা করে। হত্যার পর দীর্ঘক্ষণ কাঁটাতারে ঝুলে রাখে ফেলানীর মরদেহ। সীমান্তের কাঁটাতারে আটকে থাকা ফেলানীর ঝুলন্ত লাশের ছবি বিশ্বজুড়ে হৈচৈ ফেলে দেয়। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বর্বরতা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। ফেলানী হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক। বিশ্ব মিডিয়ায় ফেলানী খাতুনের মরদেহ কাঁটাতারে ঝুলে থাকার ঝুলন্ত ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হওয়ায় ভারত হত্যাকারী বিএসএফ সদস্যদের বিচারের প্রতিশ্রুতি দেয়। বিচার প্রক্রিয়া শুরু হলেও ১৪ বছরেও এ হত্যার সুষ্ঠু বিচার পায়নি ফেলানীর পরিবার।

সারাবাংলা/জিএস/ইআ

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেলানীর পরিবার

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর