স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশে চমেক হাসপাতালে পাহাড় কাটা বন্ধ
৮ জানুয়ারি ২০২৫ ১৭:১৬ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ১৭:২৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষকে পাহাড় কাটা বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। বার্ন ইউনিট নির্মাণ প্রকল্পের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সম্প্রতি পাহাড় কাটা শুরু করেছিল।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানিয়েছেন, স্বাস্থ্য উপদেষ্টার কল পেয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের আওতায় পাহাড় কাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদফতরের অনুমতি না নিয়ে পাহাড় কাটা ভুল হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে হাসপাতালের সভা কক্ষে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণ প্রকল্প নিয়ে অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় পরিচালক এসব তথ্য দিয়েছেন।
নগরীর চট্টেশ্বরী সড়কের গোয়াছিবাগান এলাকায় চমেক ছাত্রাবাস সংলগ্ন পাহাড়ে ১৫০ শয্যার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল নির্মাণের জন্য পাহাড় কাটার অনুমতি চেয়ে পরিবেশ অধিদফতরের কাছে আবেদন করেছিল চমেক কর্তৃপক্ষ। কিন্তু অনুমতি পাওয়ার আগেই পাহাড় কেটে সেখানে প্রকল্পের কাজ শুরু করে দেওয়া হয়। এ নিয়ে সমালোচনার মুখে পড়ে চমেক কর্তৃপক্ষ। পাহাড়ের কিছু অংশ কাটার পর বিষয়টি নজরে আসে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের।
এদিকে, মতবিনিময় সভায় চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন বলেন, ‘অভিযোগ আসার পর থেকেই আমরা কাজটি বন্ধ রেখেছি। বিভিন্ন পত্র-পত্রিকায় নিউজ হওয়ার পর রিজওয়ানা ম্যাডাম স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডামকে কল দিয়ে বিষয়টি জানায়। এরপর স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডাম আমাকে কল দিয়ে পাহাড়ে যে কাজটি চলছে সেটা বন্ধ রাখতে বলেন। পরিবেশ অধিদফতরের অনুমতি নিয়েই পরে কাজ শুরু করার জন্য বলেন আমাকে।’
‘আমরা আপাতত এটার কাজ বন্ধ রেখেছি। এপ্রুভ হলেই আমরা কাজ শুরু করব। অনুমতি না নেওয়া আমাদের ভুল হয়েছে। এটা প্রক্রিয়াধীন আছে। ম্যাডাম বলেছে আপাতত কাজ স্টপ রাখতে। তাই স্টপ রেখেছি।’
চমেক পরিচালক তসলিম বলেন, ‘ভৌত অবকাঠামোগত কাজ করার আগে ঝুঁকিপূর্ণ পাহাড়কে ঢালু আকারে কেটে এতে চীনা প্রযুক্তি ব্যবহার করে কলাম বসানো হবে। এর ফলে ভবিষ্যতে পাহাড় ধসের শঙ্কা কমে আসবে। যে জায়গায় পাইলিং করা হবে সেখানে উন্নতমানের ঘাস লাগানো হবে। যাতে বৃষ্টি হলে তা গড়িয়ে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে নিষ্কাশন করা যায়।’
তিনি আরও বলেন, ‘এ প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২ বছর। কিন্তু চীনা প্রতিনিধি দল নির্ধারিত সময়ের আগে এই কাজ শেষ করে ফেলতে পারবে বলে জানিয়েছে। তাদের হিসেব অনুযায়ী, ২০২৬ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে।’
সভায় পরিবেশবাদী সংগঠন বেলা চট্টগ্রামের ফিল্ড অফিসার ফারমিন এলাহী বলেন, ‘গত বছরও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক হয়েছিল। আপনাদের সঙ্গে যখন চীনের সঙ্গে চুক্তি হচ্ছিল তখন তো কথাটি এমন হওয়া উচিত ছিল যে, আপনারা পরিবেশের ছাড়পত্র নেবেন। কথা বলবেন। এরপর কাজে আগাবেন। গত ৫ জানুয়ারি পরিবেশ অধিদফতর থেকে আপনাদের ওখানে পরিদর্শনে যায়। আমরাও গিয়েছিলাম। উনারা আপনাদের একটি নোটিশ দিয়েছিলেন। আগামী ১৩ জানুয়ারি আপনাদের একটি শুনানি আছে।’
‘ওখানে পরিষ্কার বলে দিয়েছে পাহাড় কাটা নিয়ে ওনাদের কোনো অনুমোদন নেই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মতো দায়িত্বশীল একটি প্রতিষ্ঠানের কাজ কেন প্রশ্নবিদ্ধ হবে? এটা আসলে আমরা আপনাদের কাছে আশা করি না।’
২০২৪ সালের ৯ মে একনেকে অনুমোদন পায় ১৫০ শয্যার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণ প্রকল্প । নগরের চট্টেশ্বরী রোডে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রাবাসের পশ্চিমে গোয়াছি বাগান এলাকায় ২৮৫ কোটি টাকার এ প্রকল্পের মধ্যে চীন সরকার অর্থায়ন করবে ১৮০ কোটি টাকা এবং বাংলাদেশ সরকার দেবে ১০৫ কোটি টাকা। প্রকল্পের আওতায় একটি ছয়তলা ভবন নির্মিত হবে।
সারাবাংলা/আইসি/এসডব্লিউ
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পাহাড় কাটা বন্ধের নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টা