Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীর্ঘ ৭ বছর পর স্পর্শের আবেগে ভাসলেন মা-ছেলে

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ১৯:১৬

সাত বছর পর খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ।  

ঢাকা: লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ হয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় তাদের সাক্ষাৎ হয়। দীর্ঘ সাত বছর পর এই সাক্ষাতে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০১৭ সালের আগস্টে।

এর আগে, বাংলাদেশ সময় ২টা ৫৫ মিনিটে তার বহনকারী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় বহরের বিশেষ উড়োজাহাজ হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় তাকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকিমশনার হযরত আলী খান। তাকে স্বাগত জানান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। পূর্বঘোষণা অনুযায়ী, হিথ্রো বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে সরাসরি ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করার কথা।

সর্বশেষ ২০১৭ সালের আগস্টে তাদের মা-ছেলের সাক্ষাৎ হয়েছিল।

এর আগে, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত পৌনে ১২টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।

বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সালাহউদ্দিন আহমেদ।

লন্ডনে খালেদা জিয়াকে স্বাগত জানান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে লন্ডন গেছেন তার চিকিৎসক ও ব্যক্তিগত স্টাফসহ ১৫ জন। এরা হলেন— ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলী রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ব্যক্তিগত চিকিৎসক ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, মো. সাহাবুদ্দিন তালুকদার, নুর উদ্দিন আহমদ, মোহাম্মদ আল মামুন, শরীফা করিম স্বর্ণা, খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, সহকারী একান্ত সচিব মো. মাসুদুর রহমান, প্রটোকল অফিসার এস এম পারভেজ এবং গৃহকর্মী ফাতিমা বেগম ও রূপা শিকদার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/ইআ

খালেদা জিয়া তারেক রহমান

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর