লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ১৮:০৮
ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে পৌঁছেছেন। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় ২টা ৫৫ মিনিটে তার বহনকারী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় বহরের বিশেষ উড়োজাহাজ হিথ্রো বিমান বন্দরে অবতরণ করে।
এ সময় তাকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকিমশনার হযরত আলী খান। তাকে স্বাগত জানান বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।
এদিকে খালেদা জিয়াকে লন্ডনে স্বাগত জানাতে হিথ্রো বিমাবনন্দরে যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা ভিড় করেন। তারা বিমানব্দরের বাইরে তাদের নেত্রীর জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। এ সময় তাদেরকে স্লোগান দিতে দেখা যায়।
বুধবার বিকেলে খালেদা জিয়ার সফরসঙ্গীদের বরাত দিয়ে এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত পৌনে ১২টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।
বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সালাহউদ্দিন আহমেদ।
খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে লন্ডন গেছেন তার চিকিৎসক ও ব্যক্তিগত স্টাফসহ ১৫ জন। এরা হলেন— ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলী রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ব্যক্তিগত চিকিৎসক ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, মো. সাহাবুদ্দিন তালুকদার, নুর উদ্দিন আহমদ, মোহাম্মদ আল মামুন, শরীফা করিম স্বর্ণা, খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, সহকারী একান্ত সচিব মো. মাসুদুর রহমান, প্রটোকল অফিসার এস এম পারভেজ এবং গৃহকর্মী ফাতিমা বেগম ও রূপা শিকদার।
সারাবাংলা/এজেড/ইআ