Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে সারজিসের লিফলেট বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ১৬:০৩ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ১৬:২১

লিফলেট বিতরণ করছেন সমন্বয়ক সারজিস আলম। ফুটেজ ছবি

নরসিংদী: সাত দফা দাবি সম্বলিত জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি এবং জনমত গঠনে নরসিংদীতে লিফলেট বিতরণ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড় থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন সারজিস আলম ও তার দল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে এ সময় নরসিংদী ও শিবপুরের শত শত সমন্বয়ক শিক্ষার্থী-জনতা অংশ নেন এই কর্মসূচীতে।

ইটাখোলা মোড়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে সারজিস আলম বলেন, জুলাই শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, তাদের সরকারি খরচে চিকিৎসা, আওয়ামী খুনী ও দোসরদের বিচার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখসহ ৭ দফা যৌক্তিক দাবি নিয়ে জুলাই ঘোষণাপত্র ঘোষণার জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে প্রত্যাশা  ব্যক্ত করেন তিনি।

পরে দিনব্যাপী নরসিংদীর শিবপুর, সদরসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

সারাবাংলা/এসডব্লিউ

জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি নরসিংদী লিফলেট বিতরণ সমন্বয়ক সারজিস আলম

বিজ্ঞাপন

ছবির গল্প / টমেটো বাণিজ্য
৯ জানুয়ারি ২০২৫ ০৮:১৫

আরো

সম্পর্কিত খবর