Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি মানুষ ইতিবাচক হিসেবে নেয়নি : রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ১৬:০৭ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ১৭:৫৩

বুধবার রাজধানীর গেন্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত চারজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

ঢাকা: ভারত কর্তৃক শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি বাংলাদেশের মানুষ ইতিবাচক হিসেবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর গেন্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত চারজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘‘ভারত শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে। বাংলাদেশে মানুষ এটাকে ইতিবাচক হিসেবে নেয়নি। বরং ভারতের যে একটা আধিপত্যকামী মনোভাব রয়েছে, ভারতের যে একটা আগ্রাসী মনোভাব রয়েছে— ‘আমরা যেটা বলব সেটা করবে’, কিন্ত বাংলাদেশের মানুষের যে জাতীয়তাবাদী চেতনা, তাদের যে দেশপ্রেম, তাদের যে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার শপথ, নিজেদের যে অর্জন, গণতন্ত্রের অর্জন, স্বাধীনতার অর্জন সেই অর্জনকে তারা অবমূল্যায়ন করে অথবা তারা বুঝতে চায় না। আর বুঝতে চায় না বলেই তারা এগুলো করে।’’

তিনি বলেন, ‘‘আমাদের দেশের মাছ ধরা জেলেদের প্রতারণা করে সেখানে নিয়ে গিয়ে তারা তাদের সাথে খারাপ ব্যবহার করেছে, গ্রেফতার করেছে। ভারতের কাছ থেকে তো এটা প্রত্যাশা করা যায় না। সেখানে গণতন্ত্র আছে, আইনের শাসন আছে। কিন্তু, আমরা দেখেছি বাংলাদেশের ক্ষেত্রে ওরা আইনের শাসন মানে না, ওরা একটা আগ্রাসী মনোভাব নিয়ে থাকে।’’

রিজভী বলেন, ‘‘গতকাল গেছে ফেলানি হত্যা দিবস। একটা কিশোরীকে কীভাবে হত্যা করে কাটাতারের বেড়ার ওপর ঝুলিয়ে রেখেছিল। এটা কিন্তু একটা ঘটনা না। ওরা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করে। মিথ্যা ন্যারেটিভটা কী? মিথ্যা ন্যারেটিভটা হচ্ছে- বাংলাদেরে সংখ্যালঘুদের ওপর জুলুম হচ্ছে। কিন্তু, ওরা যখন সীমান্তে গুলি করে, ওখানে মুসলমানও মারা যায়, হিন্দুও মারা যায়। কুলাউড়ার স্বর্ণারানী দাসকে গুলি করে হত্যা করেছে না বিএসএফ? এরপর ঠাকুরগাঁওয়ের জয়ন্ত, ওটা কী?’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিএনপি সংঘাত হয়েছে ৫ আগস্টের পর। সেখানে আওয়ামী লীগের হাতে আঘাতপ্রাপ্ত হয়েছে বিএনপির নেতা-কর্মী। বিএনপির দুই তিজনজকে তো মেরেই ফেলেছে। গোপালগঞ্জে একজন স্বেচ্ছাসেবক দলের নেতাকে মেরে ফেলেছে। কিন্তু, এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। দুর্গাপূজার সময় পূজামন্ডপগুলো আমাদের লোকেরা পাহারা দিয়েছে। অথচ ওরা মিথ্যা অপপ্রচার করে গেছে।’’

রিজভী বলেন, ‘‘ভারতের জানা উচিত। বাংলাদেশ ছোট দেশ। কিন্তু বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ। এদেশের মানুষের দেশপ্রেম এত উঁচু পর্যায়ের যে, তোমরা যতই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং আগ্রাসী মনোভাব পোষণ কর না কেন, বাংলাদেশ তার স্বাধীনতা, সর্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অতন্দ্রপ্রহরী। ‘’

এর আগে, তারেক রহমানের পক্ষ থেকে শহিদ চার পরিবারের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন।

বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক অধ্যক্ষ আমিনুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা: জাহিদুল কবির, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল, সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, যুগ্ম-সম্পাদক হাসানুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রবিউল আওয়াল, ছাত্রদল নেতা মিজানুর রহমান রনি প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/আরএস

ভারত রুহুল কবির রিজভী শেখ হাসিনার ভিসা

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর