Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোষ্য কোটা বাতিল চেয়ে চবিতে ‘আমরণ অনশন’

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ১৫:০৭ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ১৮:০৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল ও জুলাই আন্দোলনে হত্যাকারীদের বিচারের দাবিতে আমরণ অনশনে বসেছেন একদল শিক্ষার্থী।

বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আলোচনায় বসার প্রস্তাব দিলেও আলোচনায় বসেনি শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এসময় শিক্ষার্থীদরে ‘জনে জনে খবর দে, পোষ্য কোটার কবর দে, তারুয়ার ক্যাম্পাসে পোষ্য কোটার ঠাঁই নাই, ফরহাদের ক্যাম্পাসে পোষ্য কোটার ঠাই নাই, বাতিল চাই বাতিল চাই, পোষ্য কোটার বাতিল চাই, বিচার চাই বিচার চাই, হত্যাকারীদের বিচার চাই ‘ স্লোগান দিতে দেখা যায়।

অনশনে আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইরিব রহমান সুপ্ত বলেন, ‘জুলাইয়ের অভ্যুত্থানে আহত-নিহতদের বিচার চাই। পৌষ্য কোটা বাতিল এবং ছাত্র হত্যাকারীদের বিচারের দাবিতে আমরা আমরণ অনশনে বসেছি। যতদিন পর্যন্ত দাবি বাস্তবায়ন না হবে ততদিন এ অনশন চলবে।’

বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভ হোসেন বলেন, ‘পৌষ্য কোটা সম্পূর্ণ একটি অযৌক্তিক কোটা। এ কোটার কারণে মেধাবী শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। জুলাই আন্দোলনে আহতরা এখনও কাতরাচ্ছে। কিন্তু হত্যাকারীদের কোনো উল্লেখযোগ্য বিচার হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব বিষয়ে দৃশ্যমান কোন পদক্ষেপ নিচ্ছে না। এ জন্যই আমরা অনশনে বসেছি।’

সারাবাংলা/এমআর/ইআ

আমরণ অনশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা বাতিল

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর