Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় ১১ কেজি হরিণের মাংস জব্দ, আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ১৪:৩৩ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ১৫:০৬

আটক হওয়া সদস্যরা

বাগেরহাট: জেলার মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ ৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড। আটকদের কাছ থেকে ৮টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- ঢাকার কেরানীগঞ্জের মো. রবিন, তাইজুল ইসলাম, সোহেল হোসেন ও সাইদুল ইসলাম এবং ঝিনাইদাহের কালীগঞ্জের কল্পনা আক্তার নাজু ও মোসাম্মৎ মুক্তা।

বুধবার (৮ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ২টায় মোংলার স্থায়ী বন্দর বাস স্ট্যান্ড সংলগ্ন ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালান কোস্ট গার্ড। ওই সময় মোংলা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশী করে ১১ কেজি হরিণের মাংস জব্দ করেন তারা। এছাড়াও ওই ঘটনার সঙ্গে জড়িত থাকা ৬  জন চোরাচালানকারীকে আটক করা হয়।

পরে জব্দ করা হরিণের মাংস, মাইক্রোবাস ও আটক চোরাচালানকারীদের বন বিভাগের ঢাংমারী স্টেশনে হস্তান্তর করা হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, কোস্ট গার্ডের হস্তান্তরিত চোরাচালানকারীদের বিরুদ্ধ বন আইন এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার সকালে তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সারাবাংলা/এসডব্লিউ

চোরাচালানকারী আটক বাগেরহাট হরিণের মাংস জব্দ

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর