Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারকাখ্যাতি গায়ে মাখতে নারাজ নাহিদ

স্পোর্টস ডেস্ক
৮ জানুয়ারি ২০২৫ ১৪:২৬

নাহিদ রানা

আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেকের খুব বেশিদিন হয়নি। এই অল্প সময়ের মাঝেই বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা হয়ে উঠেছেন নাহিদ রানা। জাতীয় দলের মতো এবারের বিপিএলেও আলো ছড়াচ্ছেন এই তরুণ পেসার। ঢাকার বিপক্ষে রংপুরের জয়ে বড় ভূমিকা ছিল নাহিদের। ম্যাচ শেষে নাহিদ বলছেন, ক্যারিয়ারের শুরুতেই তারকাখ্যাতি গায়ে মাখতে চান না তিনি।

ঢাকার বিপক্ষে গত ম্যাচে ২১ রানে তিন উইকেট নিয়েছেন নাহিদ। শেষ পর্যন্ত ৭ উইকেটের সহজ জয়ে টানা ৫ ম্যাচে জিতল রংপুর। ম্যাচের পরেও প্রশংসায় ভাসছেন নাহিদ। নাহিদ বলছেন, প্রশংসা থেকে দূরে থাকার চেষ্টা করেন তিনি, ‘আমি প্রশংসা থেকে দূরে থাকার চেষ্টা করি। তবে মানুষ প্রশংসা করবেই। মানুষের শুনতে ভালোই লাগে। আমি চেষ্টা করি এগুলো থেকে দূরে থাকার। এগুলো কম এলে নিজের ভেতরের ক্ষুধাটা বেশি থাকবে। আমি নিজেকে কখনোই তারকা মনে করি না। আমি সবার মতোই সাধারণ মানুষ। সাধারণ থাকার চেষ্টা করছি।’

বিজ্ঞাপন

এবারের বিপিএলটা দারুণ উপভোগ করছেন নাহিদ, ‘মাঠের খেলাটা উপভোগ করছি। মাঠে ও মাঠের বাইরে আমাদের বন্ডিংটা অনেক ভালো। এটা মাঠে কাজে দিচ্ছে। ঢাকার উইকেটে বাউন্স ছিল। এখানে অবশ্য ব্যাটে সুন্দরভাবে বল যায়।’

কোনো চাপ ছাড়াই মাঠে নামেন নাহিদ, ‘কোচ সবাইকে যে প্ল্যানটা দেয় সেটাই কাজে লাগাই। আমি একদমই চাপ না নেওয়ার চেষ্টা করি। কাজটা উপভোগ করলে সব জায়গাতে ভালো হবে। এই চেষ্টাটাই সবসময় করি।’

সারাবাংলা/এফএম

নাহিদ রানা বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর