Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার গাড়ির চাপায় হাবীব-উন-নবী খান সোহেল আহত

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ০২:১৮ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ১৬:৪১

গাড়ির চাপায় আহত হাবীব-উন-নবী খান সোহেল। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদায় জানাতে এসে তার গাড়ির চাপায় মারাত্মক আহত হয়েছেন দলটির যুগ্ম মহাসচিব ও ছাত্রদলের সাবেক সভাপতি হাবীব উন নবী খান সোহেল।

সোমবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে গুলশান এভিনিউয়ে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, গুলশান এভিনিউয়ে হাবীব উন-নবী-খান সোহেলর পায়ের ওপর দিয়ে খালেদা জিয়ার গাড়ির পেছনের চাকা চলে যায়। এতে তিনি মারাত্মক আঘাত পান। পরে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে তাৎক্ষণিক তার পা এক্স-রে করা হয়। আঘাত কতটা গুরুতর তা আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে। আপাতত পা ব্যান্ডেজ করে তাকে দুই সপ্তাহের বিশ্রাম দিয়েছে চিকিৎসক।

উল্লেখ্য, লন্ডনের উদ্দেশে যাত্রাকালে খালেদা জিয়ার বাসার সামনে দলের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী জড়ো হন। সেখানে হাবীব উন নবী খান সোহলেও ছিলেন। খালেদা জিয়ার গাড়ি বহরের সঙ্গে সামনে অগ্রসর হওয়ার সময় তিনি এ দুর্ঘটনার শিকার হন।

সারাবাংলা/এজেড/পিটিএম

আহত খালেদা জিয়া গাড়িচাপা টপ নিউজ বিএনপি হাবীব উন নবী খান সোহেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর