Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রান্সফর্ম থেকে ১ কোটি টাকা করে অনুদান পাচ্ছে দেশের ২ প্রতিষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩২

ঢাকা: বাংলাদেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান ‘দেশী ফার্মার’ ও ‘টেকনো প্লাস্টিক সল্যুশন’র জন্য এক কোটি টাকা করে অনুদান ঘোষণা করেছে ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার এবং ইওয়াই’র নেতৃত্বাধীন ইমপ্যাক্ট এক্সেলেরেটর ‘ট্রান্সফর্ম’।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বাংলাদেশি এই দুটি প্রতিষ্ঠানকে এক কোটি টাকা করে অনুদানের ঘোষণা দেওয়া হয়। ৫০টিরও বেশি আবেদনকারীর মধ্য থেকে নির্বাচিত এই প্রতিষ্ঠানগুলো জলবায়ু সহনশীলতা বাড়ানোর জন্য অভিনব সমাধান দিয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

দেশী ফার্মার একটি এগ্রি-টেক প্ল্যাটফর্ম, যা ক্ষুদ্র কৃষকদের বাজারে প্রবেশে সহায়তা এবং খাদ্য অপচয় কমানোর লক্ষ্যে প্রতিষ্ঠিত। এই প্ল্যাটফর্মটি এন্ড-টু-এন্ড সমাধান প্রদানের মাধ্যমে মধ্যস্থতাকারীদের বাদ দিয়ে কৃষকদের সরাসরি ভোক্তাদের সঙ্গে সংযুক্ত করে। এতে কৃষকদের আয় বৃদ্ধি করে এবং ভোক্তাদের জন্য নিরাপদ এবং সন্ধানযোগ্য খাদ্য সরবরাহ নিশ্চিত করছে। বৃহত্তর পরিসরে জলবায়ু-বান্ধব কৃষির প্রচার এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর জন্য প্রতিষ্ঠানগুলোর উদ্যোগ বাড়াতে ট্রান্সফর্ম-এর এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশী ফার্মার ট্রান্সফর্মের সাথে প্রথম বছরে ৩ হাজার কৃষক এবং ২০ হাজার ভোক্তাকে উপকৃত করার লক্ষ্যে কাজ করছে।

এদিকে, টেকনো প্লাস্টিক সল্যুশন সমুদ্রের প্লাস্টিক দূষণ মোকাবিলার জন্য উপকূলীয় অঞ্চলের মানুষদের মধ্যে প্লাস্টিক সংগ্রহের পরিকাঠামো বৃদ্ধি করে এবং এর সদস্যদের প্রশিক্ষণ ও প্লাস্টিক সংগ্রহের পর্যাপ্ত সরঞ্জাম সরবরাহ করে। ট্রান্সফর্মের সহায়তায় এই প্রতিষ্ঠান কুয়াকাটায় একটি পাইলট প্রোগ্রাম চালু করবে, যেখানে বিশেষ লক্ষ্য থাকবে ফেলে দেওয়া মাছ ধরার জাল এবং পিইটি বোতলগুলো সংগ্রহ করা। এ প্রকল্পের মাধ্যমে মাসে ১০০ টন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করার লক্ষ্য রয়েছে।

বিজ্ঞাপন

২০২৩ এর অক্টোবর মাসে বাংলাদেশ ক্লাইমেট চ্যালেঞ্জ শীর্ষক একটি উদ্যোগ হাতে নেওয়া হয়। এর লক্ষ্য ছিল জলবায়ু সহনশীলতা নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করা এবং সহায়তা দেওয়া। অনুদান তহবিলের পাশাপাশি ট্রান্সফর্ম ব্যবসায়িক অন্তর্দৃষ্টি, বাস্তব অভিজ্ঞতা, রিসোর্স ও নেটওয়ার্কগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে এসব দূরদর্শী প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্য বাস্তবায়নে সহায়তা করে। এই প্রথম ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার ও ইওয়াই বাংলাদেশে স্থানীয়ভাবে এই কর্মসূচির জন্য উদ্যোক্তাদের খুঁজে বের করা এবং নির্বাচন করার জন্য একত্রে কাজ করেছে। এটি ট্রান্সফর্মের ভারতের ও পূর্ব আফ্রিকার সাম্প্রতিক উদ্যোগগুলোর মতো।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

অনুদান টেকনো প্লাস্টিক সল্যুশন ট্রান্সফর্ম দেশী ফার্মার