Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ২২:৫২ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ২২:৫৫

কেবল স্মার্ট ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষেরা ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য কিনতে পারবেন

ঢাকা: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আগামীকাল বুধবার স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন। কেবল স্মার্ট ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষেরা ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য কিনতে পারবেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) টিসিবি ও বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

টিসিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্য তেল ও ডাল) বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। চলতি মাসে ভোজ্য তেল, ডাল ও চিনি দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই বিক্রয় কার্যক্রম ডিলাররা দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা হতে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হচ্ছে। জানুয়ারি ২০২৫ থেকে শুধুমাত্র স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে। পূর্বের প্রচলিত সকল ফ্যামিলি কার্ডে পণ্য বিক্রয় বন্ধ থাকবে। বুধবার তেজগাঁওয়ের বেগুনবাড়ি দীপিকার মোড় এলাকায় বাণিজ্য উপদেষ্টা স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন।

টিসিবি জানিয়েছে, স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে ১০০ টাকা লিটারে ২ লিটার ভোজ্যতেল, ৬০ টাকা দরে ২ কেজি মসুর ডাল ও ৭০ টাকায় ১ কেজি চিনি কেনা যাবে।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

টিসিবির পণ্য স্মার্ট ফ্যামিলি কার্ড

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর