Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়াকে বিদায় জানাতে বাসার সামনে নেতাকর্মীদের ভিড়

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ১৮:২৭ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ২১:২২

খালেদা জিয়াকে বিদায় জানাতে তার বাসার সামনে ভিড় জমিয়েছেন নেতা-কর্মীরা। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদায় জানাতে গুলশানে তার বাসার সামনে জড়ো হয়েছে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায়, গুলশান ২-এর ৭৯ নম্বর সড়কের ১ নম্বর বাড়ি ‘ফিরোজা’ এবং এর আশেপাশের এলাকা লোকে লোকারণ্য।

পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, রাত ৮ টায় বাসা থেকে বের হয়ে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার। কিন্তু, বিকেল থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থকেরা গুলশানে খালেদা জিয়ার বাসার সামনে এসে জড়ো হতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গুলশান-২ গোল চত্বর থেকে শুরু করে ৭৯ নম্বর সড়ক এবং আশপাশের লেনগুলো বিএনপির নেতা-কর্মী সমর্থকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। তারা খালেদা জিয়ার নামে বিভিন্ন স্লোগান দেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপি ঘোষিত রোডম্যাপ অনুযাযী, খালেদা জিয়ার বাসা ফিরোজা থেকে গুলশান ২ নম্বর গোল চত্বর পর্যন্ত গুলশান ও বনানী থানা বিএনপি, গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে বনানী কাঁচাবাজার পর্যন্ত বাড্ডা, ভাটারা ও রামপুরা থানা বিএনপি, বনানী কাঁচাবাজার থেকে কাকলী গোলচত্বর পর্যন্ত হাতিরঝিল, শিল্পকলা ও তেজগাঁও থানা বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়াকে বিদায় সম্ভাষণ জানানোর কথা ছিল।

এছাড়া কাকলী গোলচত্বর থেকে আর্মি স্টেডিয়াম ফুটওভার ব্রিজের আগ পর্যন্ত কাফরুল, আদাবর, মোহাম্মদপুর ও শেরে বাংলানগর থানা বিএনপি, কুর্মিটোলা হাসপাতাল থেকে কুড়িল ফ্লাইওভারের আগ পর্যন্ত ভাসানটেক, মিরপুর, দারুসসালাম, শাহ আলী ও ক্যান্টনমেন্ট থানা বিএনপি, নিকুজ্ঞ পেট্রোলপাম্প থেকে বিমানবন্দর পর্যন্ত পল্লবী, রূপনগর, খিলগাঁও, বিমানবন্দর, দক্ষিণখান, উত্তর খান, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম ও তুরাগ থানা বিএনপির পক্ষ খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানানো হবে— এমনটিই জানানো হয়েছিল।

বিজ্ঞাপন

খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে তার বাসায় প্রবেশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্যরা

বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল রাস্তার দুই পাশে ফুটপাতে দাঁড়িয়ে খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে। যাতে করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন না ঘটে। কিন্তু, সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গে বিএনপির নেতা-কর্মীরা খালেদা জিয়ার বাসার সামনের সড়কে এসে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে পুরো সড়কই লোকে লোকারণ্য হয়ে যায়।

এদিকে, খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে এরইমধ্যে তার বাসায় এসেছেন পরিবারের সদস্য এবং বিএনপির সিনিয়র নেতারা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে তার বাসায় প্রবেশ করেছেন। তবে বাসার ভেতরে নেতাদের প্রবেশের ব্যাপারে রেস্ট্রিকশন রাখা হয়েছে।

উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া। রাত ১০ টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন তিনি। বুধবার সকালে তিনি লন্ডন হিথ্রো বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে সরাসরি ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি করা হবে তাকে।

এরইমধ্যে খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমির শেখ তামিমবিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় বহরের বিশেষ উড়োহাজাজ ঢাকায় পৌঁছেছে। সর্বাধুনিক চিকিৎসা সুবিধা-সংবলিত এয়ারঅ্যাম্বুল্যান্সে চড়েই লন্ডনে যাবেন খালেদা জিয়া।

সারাবাংলা/এজেড/এসডব্লিউ

খালেদা জিয়া বিএনপি

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর