Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় হারের পর জরিমানা পাকিস্তানের, কাটা গেল ৫ পয়েন্ট

স্পোর্টস ডেস্ক
৭ জানুয়ারি ২০২৫ ১৮:১৮

১০ উইকেটে দ্বিতীয় টেস্ট হেরেছে পাকিস্তান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউনে দ্বিতীয় টেস্টে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। বিশাল ব্যবধানের এই হারের পর স্লো ওভার রেটের জন্য জরিমানাও গুনতে হয়েছে শান মাসুদ-বাবর আজমদের। এই সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের (২০২৩-২৫) চক্রের অন্তর্ভূক্ত হওয়াতে কাটা গেছে ৫ পয়েন্টও।

আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, পাকিস্তান দলের সব সদস্যের ২৫% ম্যাচ ফি জরিমানা করা হয়েছে, একইসাথে কেটে নেয়া হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৫ পয়েন্ট। কেপ টাউন টেস্টের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেয়া রিপোর্টের ভিত্তিতে জানা গেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি পাকিস্তান। বরং বেধে দেয়া সময়ের চেয়ে ৫ ওভার পিছিয়ে ছিলেন তারা।

বিজ্ঞাপন

আইসিসির প্লেয়ার্স কোড অফ কন্ডাক্টের ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বেধে দেয়া ওভারের বোলিং করতে না পারলে, বাকি থাকা প্রতিটি ওভারের বিপরীতে ৫% হারে জমিরানা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে পাকিস্তান পিছিয়ে ছিল ৫ ওভার। সেই হিসেবে ম্যাচ ফির ২৫% জরিমানা হয়েছে পাকিস্তান দলের সদস্যদের।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ১৬.১১.২ অনুচ্ছেদের বিধিমতে, কোনো দল ওভার রেটে যত পিছিয়ে থাকবে ঠিক তত পরিমাণ পয়েন্ট কর্তন হবে। পাকিস্তান ৫ ওভার পিছিয়ে থাকায় কাটা হয়েছে ৫ পয়েন্ট। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ নিজেদের স্লো ওভার রেট স্বীকার করে নেয়াতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

সারাবাংলা/জেটি

আইসিসি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পাকিস্তান ক্রিকেট দল

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর