বড় হারের পর জরিমানা পাকিস্তানের, কাটা গেল ৫ পয়েন্ট
৭ জানুয়ারি ২০২৫ ১৮:১৮
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউনে দ্বিতীয় টেস্টে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। বিশাল ব্যবধানের এই হারের পর স্লো ওভার রেটের জন্য জরিমানাও গুনতে হয়েছে শান মাসুদ-বাবর আজমদের। এই সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের (২০২৩-২৫) চক্রের অন্তর্ভূক্ত হওয়াতে কাটা গেছে ৫ পয়েন্টও।
আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, পাকিস্তান দলের সব সদস্যের ২৫% ম্যাচ ফি জরিমানা করা হয়েছে, একইসাথে কেটে নেয়া হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৫ পয়েন্ট। কেপ টাউন টেস্টের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেয়া রিপোর্টের ভিত্তিতে জানা গেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি পাকিস্তান। বরং বেধে দেয়া সময়ের চেয়ে ৫ ওভার পিছিয়ে ছিলেন তারা।
আইসিসির প্লেয়ার্স কোড অফ কন্ডাক্টের ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বেধে দেয়া ওভারের বোলিং করতে না পারলে, বাকি থাকা প্রতিটি ওভারের বিপরীতে ৫% হারে জমিরানা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে পাকিস্তান পিছিয়ে ছিল ৫ ওভার। সেই হিসেবে ম্যাচ ফির ২৫% জরিমানা হয়েছে পাকিস্তান দলের সদস্যদের।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ১৬.১১.২ অনুচ্ছেদের বিধিমতে, কোনো দল ওভার রেটে যত পিছিয়ে থাকবে ঠিক তত পরিমাণ পয়েন্ট কর্তন হবে। পাকিস্তান ৫ ওভার পিছিয়ে থাকায় কাটা হয়েছে ৫ পয়েন্ট। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ নিজেদের স্লো ওভার রেট স্বীকার করে নেয়াতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
সারাবাংলা/জেটি
আইসিসি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পাকিস্তান ক্রিকেট দল