Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ১৮:০২ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ২২:৪৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পিআইডি ফাইল ছবি

ঢাকা: রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে রাজনৈতিক দলগুলো যদি মনে করে, অন্তবর্তী সরকারের কিছু সংস্কার করে যাওয়া উচিত তাহলে ভোটের জন্য সরকার আরও ছয় মাস সময় নেবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে প্রেস সচিব এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

শফিকুল আলম বলেন, ‘লুটপাট-দুর্নীতি ও জুলাই-আগস্টে গণহত্যায় জড়িতদের রাজনীতি করার কোনো অধিকার নেই। মাইনাস টু ফর্মুলা নিয়ে সরকার ভাবছে না।’ সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে ভালো একটা নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত ছয়টি কমিশন ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে। পরে সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

শফিকুল আলম বলেন, ‘অর্থনীতি যে গতিতে এগোচ্ছিল সে হিসেবে বর্তমান রিজার্ভ থাকার কথা ছিল ২০ বিলিয়ন ডলার। কিন্তু বর্তমানে আছে ২২ বিলিয়ন ডলারে। সে হিসেবে বলতে পারি আমরা ঘুরে দাঁড়িয়েছি।’

সারাবাংলা/জিএস/পিটিএম

ডিসেম্বর নির্বাচন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর