সাবেক ওসিকে হেনস্তা, স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার
৭ জানুয়ারি ২০২৫ ১৭:১৭ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ১৮:৩৪
চট্টগ্রাম ব্যুরো: কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিনকে হেনস্তা করার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটি।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কার হওয়া শহীদুল ইসলাম শহীদ চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের দায়িত্বে ছিলেন। বিজ্ঞপ্তিতে তাকে প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কল ধরেননি।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নগরীর পাঁচলাইশ এলাকায় ব্যাক্তিগত কাজে এসেছিলেন কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন। পরে তাকে দেখতে পেয়ে তার ওপর চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ ও দক্ষিণ জেলার সহ সাংগঠনিক সম্পাদক নুর হোসেনসহ আরও বেশকিছু নেতাকর্মী চড়াও হন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এ পুলিশ কর্মকর্তার শার্টের কলার ধরে তাকে টানাহেঁচড়া করছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। কয়েকজনকে মারধর করতেও দেখা যায় ওই ভিডিওতে। পরে পুলিশ খবর পেয়ে তাকে হেফাজতে নেয়। এরপর পুলিশ কর্মকর্তা নেজামকে প্রাথমিক চিকিৎসা দিতে সিএমপি হাসপাতালে ভর্তি করানো হয়।
নেজাম উদ্দিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি পটিয়া থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লায় সিআইডিতে পরিদর্শক পদে দায়িত্বে আছেন।
সারাবাংলা/আইসি/এমপি