রাঙ্গামাটিতে চাঁদের গাড়ি উলটে নোবিপ্রবির ৫ শিক্ষার্থী আহত
৭ জানুয়ারি ২০২৫ ১৬:৪০
রাঙ্গামাটি: জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি উপত্যকা পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি (জিপ) উলটে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিজকছড়া নামক জায়গায় একটি পর্যটকবাহী চাঁদের গাড়ি ‘চাকা পাঞ্চার’ হয়ে খাদে পড়ে যায়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটির সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল-এএসপি) মাহমুদুল হাসান বলেন, ‘দুপুরে সাজেক থেকে খাগড়াছড়ি উদ্দেশ্যে ফেরার পথে সাজেক ভ্যালি থেকে তিন কিলোমিটার দূরে তিন রাস্তা মোড় নামক এলাকায় একটি চাঁদের গাড়ি উলটে গিয়ে পাঁচ জন শিক্ষার্থীর মাথা ফেটে আহত হয়েছে। তারা সবাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ির সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষনিকভাবে সবার নাম পরিচয় জানা যায়নি।
সারাবাংলা/এইচআই