Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ ইয়েমেনি বন্দিকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
৭ জানুয়ারি ২০২৫ ১৬:০৮ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ১৭:৩৯

গুয়ানতানামো কারাগার থেকে ১১ ইয়েমেনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে

গুয়ানতানামো কারাগার থেকে ১১ ইয়েমেনি বন্দিকে সোমবার (৬ জানুয়ারি) ওমানে পুনর্বাসন করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। তবে এখনো ১৫ জন কিউবায় বিতর্কিত এই আমেরিকান ঘাঁটিতে আটক রয়েছেন।

প্রতিরক্ষা দফতরের এক বিবৃতি অনুযায়ী, ‘যুক্তরাষ্ট্র বন্দির সংখ্যা হ্রাস এবং শেষ পর্যন্ত গুয়ানতানামো-বে কেন্দ্রটি বন্ধ করার ওপর দৃষ্টি নিবদ্ধ করে চলমান মার্কিন প্রচেষ্টাকে সমর্থন করার জন্য ওমান সরকার ও অন্যান্য অংশীদারদের সদিচ্ছার প্রশংসা করেছে।’

বিজ্ঞাপন

প্রতিরক্ষা দফতর বলেছে, ১১ ইয়েমেনির মুক্তির ঘোষণার পাশাপাশি একজন বন্দিকে তিউনিসিয়ায় প্রত্যাবাসন করা হয়েছে। তাদের মুক্তির ফলে গুয়ানতানামো কারাগারে বন্দি সংখ্যা এখন মাত্র ১৫ জন। কারাগারটিতে সর্বোচ্চ ৮০০ বন্দি রাখা হয়েছিল।

বিভাগটি জানিয়েছে, অবশিষ্ট আটকদের মধ্যে তিনজন স্থানান্তরের জন্য যোগ্য, তিনজন সম্ভাব্য মুক্তির জন্য পর্যালোচনার জন্য যোগ্য, সাতজন অভিযোগের সম্মুখীন এবং এদের মধ্যে দুজনকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে।

বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ২০২০ সালে তার নির্বাচনের আগে গুয়ানতানামো-বে বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বর্তমানে তার মেয়াদের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি রয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

ইয়েমেন বন্দিকে মুক্তি যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর