ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৫
৭ জানুয়ারি ২০২৫ ১৪:৪৩ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ১৪:৫০
ফরিদপুর: ফরিদপুর সদরে একটি মাইক্রোবাস রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেন ধাক্কা দিলে সেটি পুকুরে পড়ে যায়। এ দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা সদরের গেরদা ইউনিয়নের কাফুরা রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা গণমাধ্যমকে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
স্থানীয়রা জানিয়েছেন, ওই রেলগেটে কোনো ক্রসিং বার বা গেটম্যান নেই। ফলে ঝুঁকি নিয়েই রেলগেট দিয়ে যানবাহন ও পথচারীদের পারাপার হতে হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল মাইক্রোবাসটি। পথে কাফুরা রেলগেট পার হওয়ার সময় ট্রেন এসে পড়ে এবং মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি কিছুটা পথ ছেঁচড়ে গিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন।
সারাবাংলা/ইআ