সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির জনসচেতনতামূলক সভা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ১৩:৪৫
৭ জানুয়ারি ২০২৫ ১৩:৪৫
সুনামগঞ্জ: সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮- বিজিবি ) উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ এলাকায় সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অনুপ্রবেশ বন্ধে এই সভা অনুষ্ঠিত হয়।
জনসচেতনতা মূলক সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮- বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মফিজুর রহমান, বিশ্বম্ভপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই আব্দুস সালাম, ডলুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই,মদিনাতুল উলুম কাপনা মাদরাসার মুহতামিম মাওলানা রশিদ আহমেদসহ আরও অনেকে।
জনসচেতনতামূলক সভা শেষে সীমান্ত এলাকার হত দরিদ্র চার শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি কর্তৃপক্ষ।
সারাবাংলা/এমপি