ভারতে এইচএমপিভি আক্রান্ত ৬, কর্তৃপক্ষ বলছে আতঙ্কের কারণ নেই
৭ জানুয়ারি ২০২৫ ১৩:৪৭ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ১৫:৫৩
করোনার মতোই নতুন ভাইরাস হিউম্যান মেটা নিউমো ভাইরাস বা এইচএমপিভিতে সম্প্রতি ভারতের ৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ভারতের কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে দুই শিশু, আহমেদাবাদে এক শিশু, চেন্নাই ও সালেমে দুই জন এবং কলকাতায় এক শিশুর শরীরে এই ভাইরাসের সন্ধান পাওয়া গেছে।
যদিও ভারতে এখন পর্যন্ত এইচএমপিভির কারণে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ভারতে এই ভাইরাস শনাক্ত হওয়ার পরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেন, এইচএমপিভি ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সব বয়সের মানুষকে প্রভাবিত করতে পারে। ভাইরাসটি শীতকালে এবং বসন্তের শুরুতে আরও বেশি ছড়ায়।
একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এতে উদ্বেগের কোনো কারণ নেই এবং সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক প্রধান বিজ্ঞানী ডা. সৌম্য স্বামীনাথন বলেছেন, ‘এইচএমপিভি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি একটি পরিচিত ভাইরাস যা শ্বাসযন্ত্রের হালকা সংক্রমণ ঘটায়।’
তিনি মানুষজনকে ঠান্ডায় সাধারণ সতর্কতা অবলম্বন করতে বলেন এবং মুখে মাস্ক পড়ার, হাত ধোয়ার, ভিড় এড়ানোর পরামর্শ দেন। এছাড়াও গুরুতর কোনো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এইচএমপিভি কোনো নতুন ভাইরাস নয়। এটি ২০০১ সালেই প্রথম শনাক্ত হয়েছিল।
এদিকে, এই স্বাস্থ্য উদ্বেগকে সম্বোধন করে চীনের রাজধানী বেইজিং একটি প্রেস বিবৃতি জারি করেছে এবং এটিকে একটি বার্ষিক শীতকালীন ঘটনা হিসেবে উল্লেখ করেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, ‘শীতকালে শ্বাসযন্ত্রের সংক্রমণের প্রবণতা সবচেয়ে বেশি থাকে।’
ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) অনুসারে , এইচএমপিভি সব বয়সের মানুষের হতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক প্রাপ্তবয়স্কদের এবং দুর্বল ইমিউন সিস্টেমের লোকেদের ঝুঁকি বেশি থাকে। এটি সহজেই ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়িয়ে পড়তে পারে।
এইচএমপিভির লক্ষণগুলোর মধ্যে কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট উল্লেখযোগ্য। এর লক্ষণ অনেকটা ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো।
সারাবাংলা/এসডব্লিউ