Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুষের মামলা বাতিলে ট্রাম্পের আবেদন প্রত্যাখ্যান বিচারকের

আন্তর্জাতিক ডেস্ক
৭ জানুয়ারি ২০২৫ ১২:২২ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ১৫:৫৩

ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের ঘুষ মামলায় শুক্রবারের (১০ জানুয়ারি) রায় স্থগিত করার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন বিচারক জুয়ান মারচান। সোমবার (৬ জানুয়ারি) এক নথিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিচারক।

গণমাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়, ট্রাম্পের আইনজীবীরা এই সিদ্ধান্তকে নিউইয়র্ক আপিল আদালতে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছেন।

এর আগে সোমবার (৬ জানুয়ারি), মামলা প্রত্যাহারে ট্রাম্পের আইনজীবীরা নিউইয়র্ক আপিল আদালতে দুটি আবেদন জমা দেন। প্রথমটি মারচানের সাম্প্রতিক দুটি রায়কে বাতিল করার আবেদন, যা হাশ মানি মামলায় ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়া বহাল রেখেছে। দ্বিতীয় আবেদনটি ছিল তার রায় স্থগিত করার জন্য।

গত সপ্তাহে বিচারক মারচান ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়ার রায় বাতিলের আবেদন নাকচ করেন। ট্রাম্প যুক্তি দিয়েছিলেন যে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মামলাটি বাতিল হওয়া উচিত। তবে বিচারক জানান, ট্রাম্পকে কারাদণ্ড দেওয়া হবে না কিন্তু রায় ঘোষণা করা হবে।

ট্রাম্পের আইনজীবীরা বলেছেন, ‘আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রায় স্থগিত রাখা উচিত। আদালতকে ১০ জানুয়ারি ২০২৫ তারিখে নির্ধারিত রায় স্থগিত করতে হবে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ইমিউনিটি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার সব কার্যক্রম স্থগিত রাখতে হবে। এই মামলা কখনোই আনা উচিত ছিল না।’

আরও পড়ুন- পর্ন তারকাকে ঘুষের মামলা প্রত্যাহারের আবেদন ট্রাম্পের

ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস ট্রাম্পের রায় স্থগিত রাখার অনুরোধ প্রত্যাখ্যান করতে বিচারককে আহ্বান জানায়।

প্রসিকিউটরদের নথি তথ্যমতে, ‘প্রত্যাশিত রায়ের কারণে আসামির কোনো ক্ষতি হবে না যেহেতু আদালত শর্তহীন মুক্তির সিদ্ধান্ত নিয়েছে এবং আসামি ভার্চুয়ালি উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

বিজ্ঞাপন

ট্রাম্পের আইনজীবীরা আপিল নথিতে বলেন, ‘বিচারক মারচানের ভুল সিদ্ধান্ত প্রেসিডেন্সির প্রতিষ্ঠানকে হুমকির মুখে ফেলেছে।’

উল্লেখ্য, ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনের আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে কথিত সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখতে ১ লাখ ৩০ হাজার ডলার সমমূল্য অর্থ প্রদান করেন। এই অর্থ তার তৎকালীন আইনজীবী মাইকেল কোহেনকে দেওয়া হয়েছিল, যা ব্যবসায়িক নথিতে ভুলভাবে উল্লেখ করা হয়। এর জন্য ট্রাম্পকে ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। যদিও ট্রাম্প এই সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছেন।

প্রথমে এই মামলার রায় জুলাই ২০২৪-এ ঘোষণা করার কথা ছিল, তবে প্রেসিডেন্টের ইমিউনিটি নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর তা স্থগিত করা হয়। গত মাসে বিচারক মারচান প্রেসিডেন্টের ইমিউনিটির ভিত্তিতে মামলাটি বাতিলে ট্রাম্পের আবেদনও নাকচ করেন।

সারাবাংলা/এনজে

ঘুষ মামলা ডোনাল্ড ট্রাম্প প্রত্যাহার যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর