Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনার আদালতে মুর্শেদীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ০৯:৪৪

গ্রেফতার সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে

খুলনা: খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ তার জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সালাম মুর্শেদীকে কড়া নিরাপত্তার মধ্যে খুলনা আদালতে নিয়ে আসা হয়। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বিক্ষুব্ধ জনতা।

বিজ্ঞাপন

জানা গেছে, সালাম মুর্শেদীর বিরুদ্ধে খুলনায় চারটি মামলা রয়েছে। দিঘলিয়া থানায় হওয়া একটি মামলায় তার জামিন আবেদন করেছিলেন আইনজীবীরা। ২০২২ সালের ২৫ আগস্ট দিঘলিয়া উপজেলার ফেরিঘাটের সামনে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে গত ২৭ আগস্ট দিঘলিয়া থানায় সালাম মুশের্দীসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল।

আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার তাহসিন আহমেদ বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ দিঘলিয়া থানার একটি মামলায় সোমবার (৬ জানুয়ারি) সালাম মুর্শেদীর হাজিরার দিন ধার্য ছিল। এদিন দুপুর ১২টার দিকে সালাম মুর্শেদীকে কড়া নিরাপত্তায় জেলা কারাগার থেকে আদালতে নেওয়া হয়। এ সময় জামিন আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করেন। ৯ ফেব্রুয়ারি ওই মামলার পরবর্তী দিন ধার্য রয়েছে।

সারাবাংলা/এনজে

আদালত খুলনা সালাম মুর্শেদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর