কক্সবাজারে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় আটক ৪
৭ জানুয়ারি ২০২৫ ০৯:৩৪ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ১৬:০৭
কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে কিশোরীকে (১৫) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় উত্তাল চকরিয়া। অপরাধীর বিচারের দাবিতে দিনভর মিছিল-সমাবেশ করেছে ছাত্রজনতা ও স্থানীয়রা।
গতকাল রাতে এ ঘটনায় মো. বশির (৪৫) সহ আরো ৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া।
আরও পড়ুন- অস্ত্রের মুখে কিশোরীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ
আটক মো. বশির হলেন ধষর্ণের ঘটনায় অভিযুক্ত ছোটনের বাবা। তিনি বদরখালীর টুটিয়া খালী এলাকার মৃত ইজ্জত আলীর ছেলে।
ওসি জানান, রবিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে চকরিয়ার বদরখালী-মহেশখালী সংযোগ সেতুর পূর্বাংশে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় সোমবার (৬ জানুয়ারি) রাত ১১ টায় দিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছোটনের বাবা মো. বশির সহ আরো তিনজনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।
সারাবাংলা/এনজে