Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলোয়াড়দের চোটে অবসর ভেঙে মাঠে ফিরলেন কোচ!

স্পোর্টস ডেস্ক
৭ জানুয়ারি ২০২৫ ০৯:৩৭

অবসর ভেঙে ফিরেছেন ক্রিস্টিয়ান

দুই বছর আগে পেশাদার ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিনি। সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ড্যান ক্রিস্টিয়ান বর্তমানে কাজ করছেন বিগ ব্যাশের দল সিডনি থান্ডার্সের সহকারী কোচ হিসেবে। তবে দলের বেশ কয়েকজন ক্রিকেটারের আকস্মিক ইনজুরির কারণে অবসর ভেঙে মাঠে নেমে গেলেন সেই ক্রিস্টিয়ানই!

২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিগ ব্যাশের সেমিফাইনালের পর অবসরের ঘোষণা দেন ক্রিস্টিয়ান। এরপর সিডনির সহকারী কোচ হিসেবে যোগ দেন তিনি। এই মৌসুমেও একই দায়িত্ব পালন করছেন তিনি। গত শুক্রবার পার্থের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান সিডনির ক্যামেরন ব্যানক্রফট ও ড্যানিয়েল স্যামস। আগেই চোটের কারণে স্কোয়াডের বাইরে ছিলেন চার ক্রিকেটার। সব মিলিয়ে ৬ ক্রিকেটারের ইনজুরিতে একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছিল সিডনি।

বিজ্ঞাপন

এই দুর্যোগের সময়ে তাই ডাগআউট ছেড়ে মাঠে নামার সিদ্ধান্ত নেন ক্রিস্টিয়ান। দুই বছর পর ব্রিসবেনের বিপক্ষে পেশাদার ক্রিকেট খেলতে নেমে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন তিনি। ৮ এ ক্রিজে নেমে ২ ছক্কায় ১৫ বলে ২৩ রানে অপরাজিত থাকেন তিনি। সিডনির স্কোর দাঁড়ায় ১৭৩।

বোলিংয়ে নেমে ৪ ওভারে ২৪৫ রান দিয়ে নাথান ম্যাকসোয়েনির উইকেট নেন ক্রিস্টিয়ান। তবে শেষ পর্যন্ত ব্রিসবেন ম্যাচ জেতে ৫ উইকেটে।

টি-২০ ফরম্যাটে ক্রিস্টিয়ানের রেকর্ড বেশ সমৃদ্ধ। ২০টি আলাদা দলের হয়ে এই অলরাউন্ডার খেলেছেন মোট ৪১০ ম্যাচ। ১৩৭.৭৯ স্ট্রাইক রেটে করেছেন ৫৮৪৮ রান, উইকেট নিয়েছেন ২৮১টি।

সারাবাংলা/এফএম

অবসর ভেঙে ফেরা অস্ট্রেলিয়া ড্যান ক্রিস্টিয়ান বিগ ব্যাশ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর