ফের ভূমিকম্প, ৪৮ ঘণ্টায় আফটার শকের আশঙ্কা
৭ জানুয়ারি ২০২৫ ০৯:১১ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ১২:৩০
ঢাকা: মাত্র চার দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভূ-কম্পনটি বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটানে অনুভূত হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, পরবর্তী ৪৮ ঘণ্টায় একাধিক আফটার শকের আশঙ্কা করা হচ্ছে, যা বাংলাদেশ থেকেও অনুভূত হতে পারে।
যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, রিখটার স্কেলের ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের জিজ্যাংয়ে। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এর আগে, ৩ জানুয়ারি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।
এ বিষয়ে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, আমেরিকান ভূতাত্ত্বিক অধিদফতরের তথ্য অনুসারে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে ৭ দশমিক ১ মাত্রার খুবই শক্তিশালী একটি ভূমিকম্প নেপালের উত্তরে তিব্বতে সংগঠিত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলও নেপালে লোবুচে শহর থেকে প্রায় ৯৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সংগঠিত হয়েছে।
যেহেতু বাংলাদেশের খুবই কাছে এই শক্তিশালী ভূমিকম্পটি সংগঠিত হয়েছে তাই আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশে রংপুর বিভাগের জেলাগুলোতে এই ভূমিকম্পটির কারণে বেশ ঝাঁকুনি অনুভূত হয়েছে। ২০১৫ সালের পরে এই ভূমিকম্পটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসাবে মনে করে হচ্ছে। নেপালের রাজধানী কাঠমুন্ডুতে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে।
পলাশ আরও লিখেছেন, আগামী ৪৮ ঘণ্টায় একাধিক আফটার শক ভূমিকম্পের আশঙ্কা রয়েছে, যা বাংলাদেশ থেকেও অনুভূত হতে পারে।
সারাবাংলা/জেআর/এনজে