খুলনায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ৩ কর্মী কারাগারে
৬ জানুয়ারি ২০২৫ ২২:৪০
খুলনা: খুলনার দাকোপে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করায় তিন কর্মীকে আটক করে পুলিশ।
সোমবার (৬ জানুয়ারি) তাদের আদালতের মাধ্যম্যে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (৫ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার বাজুয়া এস এন কলেজের একটি পরিত্যক্ত ভবনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার সময় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার চুনকুড়ি এলাকার জিয়াউর রহমানের ছেলে মানিক শেখ (২০), বাজুয়া এলাকার সুজিত দাসের ছেলে দিপু দাস (২৩) ও বানিয়াশান্তা আমতলা এলাকার পলাশ বিশ্বাসের ছেলে শান্ত বিশ্বাস (২৩)।
দাকোপ থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আটক ছাত্রলীগকর্মীদের কারাগারে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসআর
খুলনা ছাত্রলীগ ছাত্রলীগের ৩ কর্মী কারাগারে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী