বিএনপির নীতিনির্ধারণী কমিটির বৈঠক
৬ জানুয়ারি ২০২৫ ২২:১২ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ১২:৩৩
ঢাকা: বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেছেন। সোমবার (০৬ জানুয়ারি) ডিসেম্বর) রাতে গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৈঠকে খালেদা জিয়ার বিদেশ সফর, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের বক্তব্য, ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’, সম্প্রতি জামায়াত-বিএনপি নেতাদের বাকযুদ্ধ এবং বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড ও আগামী দিনে করণীয় বিষয়ে আলোচনা হয়েছে বলে জানাগেছে। ।
সারাবাংলা/এজেড/এসআর
খালেদা জিয়া তারেক রহমান নীতিনির্ধারণী কমিটির বৈঠক বিএনপি বিএনপির মিডিয়া সেল