Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ত্রের মুখে কিশোরীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ২২:০৪

প্রতীকী ছবি।

কক্সবাজার: কক্সবাজারে চকরিয়ার বদরখালীতে অস্ত্রের মুখে তুলে নিয়ে কিশোরীকে (১৫) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কিশোরী হাসপাতালে চিকিৎসা শেষে পরিবারের হেফাজতে রয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক ও গণমাধ্যম ) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাত সাড়ে ১০ টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী-মহেশখালী সংযোগ সেতুর পাশে প্যারাবনে ধর্ষণের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী কিশোরী গণমাধ্যম কর্মীদের বলেন, রোববার রাতে চট্টগ্রাম থেকে বাসে বদরখালী স্টেশনে পৌঁছায়। পরে মহেশখালীর গ্রামের বাড়িতে আসার জন্য একটি সিএনজি চালিত অটোরিকশায় উঠেন। বদরখালী-মহেশখালী সংযোগ সেতুর মাঝামাঝি স্থানে পৌঁছালে চালক গাড়ির ইঞ্জিন নষ্ট হওয়ার কথা জানায়। পরে ওই কিশোরী অটোরিকশা থেকে নেমে ব্রিজের পূর্ব অংশে স্টেশনের দিকে হেঁটে যাচ্ছিল। এসময় অজ্ঞাত পরিচয়ের এক যুবক তাকে গতিরোধ করে মুখ চেপে ধরে। এ সময় চিৎকার করলে অপর এক যুবক ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পাশের প্যারাবনে নিয়ে চার যুবক দলবদ্ধভাবে ধর্ষণ করে। কিশোরী জ্ঞান হারায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সারাবাংলা/এসআর

কক্সবাজার কিশোরীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ চকরিয়া দলবদ্ধ ধর্ষণ ধর্ষণ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর