Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান
সোয়া ১ কোটি টাকা জরিমানা, ১১টি বন্ধ ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ২১:৫০

পরিবেশ অধিদফতর

ঢাকা: সারাদেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১১টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয় এবং ১৫টি ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়। পাঁচটি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৮টি মামলার মাধ্যমে এ উদ্যোগ নেওয়া হয়।

সোমবার (৬ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে বায়ুদূষণের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে উল্লেখ করে তার ধারাবাহিকতায় এ অভিযানের কথা বলা হয়েছে। অভিযানে যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট সাতজন চালককে সতর্ক করে। শব্দ দূষণ প্রতিরোধে আরও একটি মোবাইল কোর্ট সাতটি যানবাহনের চালককে সতর্ক করে এবং তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করে।

অন্যদিকে পলিথিনবিরোধী অভিযানে একটি মোবাইল কোর্ট তিনটি প্রতিষ্ঠান থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করে এবং ২৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে। বায়ুদূষণের কারণে খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখার অপরাধে তিনটি মোবাইল কোর্ট ছয়টি প্রতিষ্ঠান থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করে। এছাড়া, সাভার উপজেলায় একটি চারকোল কারখানার কার্যক্রম বন্ধ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২ থেকে ৬ জানুয়ারি ২০২৫ পর্যন্ত পরিচালিত মোট ৩৫টি মোবাইল কোর্টে ৯৭টি মামলার মাধ্যমে ২ কোটি ৫৬ লাখ ৭৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। ৩২টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ এবং ১৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্যোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনে পরিবেশ মন্ত্রণালয়ের ১১ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এসব অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দূষণবিরোধী এ বিশেষ অভিযান চলমান থাকবে।

সারাবাংলা/জেআর/পিটিএম

ইটভাটা জরিমানা বন্ধ ঘোষণা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর