খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
৬ জানুয়ারি ২০২৫ ২০:৩৮ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ০৮:৩৫
ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
কাতার আমিরের পাঠানো বিশেষ বিমানটি সোমবার (৬ জানুয়ারি ) রাত পৌনে ৮টায় ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি জানান, বিমানবন্দরে উপস্থিত থেকে বিমানের পাইলট, ক্রু, চিকিৎসক এবং তাদের সহকারীদের স্বাগত জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. এনামুল হক চৌধুরী।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (৮ জানুয়ারি) সকালে তিনি লন্ডন হিথ্রো বিমান বন্দরে পৌঁছবেন। সেখান থেকে সরাসরি ‘লন্ডন ক্লিনিক’-এ নিয়ে যাওয়া হবে তাকে।
আরও পড়ুন: খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন ১৫ জন
সারাবাংলা/এজেড/পিটিএম