দারুণ শুরুর পরও রাজশাহীর অল্প পুঁজি
৬ জানুয়ারি ২০২৫ ২০:৩২ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ২১:০৭
টস হেরে আগে ব্যাটিং করতে নামা দুর্বার রাজশাহী প্রথম ৯ ওভারে ১ উইকেট হারিয়ে তুলে ফেলেছিল ৮৫ রান। উইকেট যেমন আচরন করছিল এবং রাজশাহী যেভাবে খেলছিল তাতে মনে হচ্ছিল আরেকটা বড় রানের ম্যাচ দেখা যাবে একাদশ বিপিএলে। কিন্তু তা আর হলো না। ফরচুন বরিশালের বিপক্ষে শেষ পর্যন্ত ১৬৮ রানে থেমেছে রাজশাহী।
দারুণ খেলতে থাকা জিসান আলম আউট হওয়ার পর থেকেই রাজশাহীর পথ হারানোর শুরু। তারপর দলটির অধিনায়ক এনামুল হক বিজয় বল নষ্ট করেছেন অনেক। দারুণ শুরুর পর রাজশাহীর বড় স্কোর গড়ার সম্ভবনা শেষ হয়েছে তাতেই।
সোমবার (৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। শুরুতে বরিশালের বোলাররা অবশ্য সুবিধা করতে পারেননি। রাজশাহীকে ভালো শুরু এনে দিয়েছেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হারিস। ১৬ বলে ২২ রান করে হারিস ফিরলে দ্বিতীয় উইকেটে রানের গতি বাড়ান তরুণ জিসান আলম ও এনামুল হক বিজয়।
দ্বিতীয় উইকেটে ৩৪ বলে ৫৫ রান তোলেন দুজন। জিসান আলম ২৭ বলে ৩টি করে চার-ছয়ে ৩৮ রান করে ফিরলে এই জুটি ভাঙে। রাজশাহীর গতিও যেন সেখানে ভেঙে গেল! এরপর এনামুল হক বিজয় হঠাৎ-ই স্লো হয়ে গেলেন। মিডল অর্ডারে ইয়াসির আলি রাব্বি অবশ্য কিছুটা টেনেছেন রাজশাহীকে। তবে এনামুল হক বিজয় বারবার বল মিস করার কারণে বড় স্কোর হয়নি রাজশাহীর।
২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রানে থেমেছে রাজশাহী। এনামুল হক বিজয় শেষ পর্যন্ত ৩৫ বলে ৩৯ রানে আউট হয়েছেন। ইয়াসির আলি রাব্বি ২৩ বলে ২টি চার ৩টি ছয়ে ৩৭ রান করেছেন। বরিশালের হয়ে আজ দারুণ বোলিং করেছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। ৪ ওভারে ২০ রান খরচায় ২ উইকেট নিয়েছেন শাহিন।
সারাবাংলা/এসএইচএস