Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কয়েকজন বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪৮ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ২১:১১

বাংলাদেশ সুপ্রিম কোর্ট

ঢাকা: সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করতে অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন।

আগামী সপ্তাহে তাদের বিরুদ্ধে তদন্ত কাজ কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।

সোমবার (৬ জানুয়ারি) সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৬(৫)(বি) অনুসরণ করে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের নিকট নির্দেশনা প্রেরণ করেছেন। সে অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আগামী সপ্তাহে তদন্ত শুরু করবে।

তবে কতজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের অনুমতি দিয়েছেন সেই সংখ্যাটি এখনো জানা যায়নি।

সারাবাংলা/কেআইএফ/এনজে

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর