বিপিএলে ছক্কার রেকর্ড
৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪১ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ১৯:৫০
একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিসিবি) শুরুর অনেক আগ থেকেই ভালো উইকেট তৈরির কথা বলা হচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে। ভালো উইকেট বলতে যেখানে রান উঠবে অনেক। এবারের বিপিএল এখন পর্যন্ত সেটা দেখাও যাচ্ছে।
আগের বিপিএলগুলোতে ঢাকা পর্বের খেলাগুলোতে সেভাবে রানের দেখা মিলত না। কিন্তু এবারের ঘটনা পুরোপুরি ভিন্ন। ঢাকার প্রথম পর্বে রান উঠেছে দু’হাত ভরে। স্বাভাবিকভাবে সিলেট পর্বেও তা দেখা যাচ্ছে। আজ রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচে ছক্কার রেকর্ডও হলো। রংপুর-সিলেটের ম্যাচে দুই দলের ব্যাটাররা মিলে আজ ছক্কা হাঁকিয়েছেন ৩১টি। বিপিএলে এক ম্যাচে যা সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
সিলেটের পিচ সাধারণত ব্যাটিং সহায়কই হয়। বিপিএলে সেটা আরও ব্যাটিং সহায়ক করার চেষ্টা করা হয়েছে। তাতে প্রথম ম্যাচেই উঠল ৪১৫ রান! রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচ দিয়ে আজ মাঠে গড়িয়েছে সিলেট পর্বের বিপিএল। ম্যাচে প্রথমে ব্যাটিং করে ২০৫ রান তুলেছেন সিলেট। এই রান তোলার পথে ১৬টি ছক্কা হাঁকিয়েছেন সিলেটের ব্যাটাররা।
পরে অ্যালেক্স হেলসের সেঞ্চুরি ও সাইফ হাসানের ৮০ রানের কল্যাণে ১৯ ওভারে ২১০ রান তুলে ম্যাচ জিতেছে রংপুর। জেতার পথে ১৫টি ছক্কা মেরেছেন রংপুরের ব্যাটাররা। অর্থাৎ দুই দলের ব্যাটাররা আজ এক ম্যাচে ছক্কা হাঁকিয়েছেন ৩১টি। বিপিএলে এক ম্যাচে আগে এতো ছক্কা হয়নি।
আগের রেকর্ডটি ছিল ২৯ ছক্কার। এবারের বিপিএলের ঢাকা পর্বেই হয়েছে এই রেকর্ড। ঢাকা পর্বে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচে ছক্কা হয়েছিল ২৯টি।
গত বছর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচেও ২৯ ছক্কা হয়েছিল। বিপিএলে ২৭ ছক্কা হয়েছে তিন ম্যাচে।
সারাবাংলা/এসএইচএস