ভিসি নিয়োগে ৩ দিনের আল্টিমেটাম রাবিপ্রবি শিক্ষার্থীদের
৬ জানুয়ারি ২০২৫ ১৭:২০ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ১৮:০৫
রাঙ্গামাটি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) উপাচার্য (ভিসি) নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে রাঙ্গামাটি জেলা শহরে বনরূপা বাজারের রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে প্রায় দুই ঘন্টাব্যাপী অবস্থান নেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জেলা শহরের ব্যস্ততম সড়কটি অবরোধ করে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ভিসি নিয়োগে ৭২ ঘন্টার সময়ের আল্টিমেটাম দেন। পরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলাপ্রশাসকের (সার্বিক) আশ্বাসে ৭২ ঘন্টা আল্টিমেটাম দিয়ে বনরূপা থেকে জেলাপ্রশাসক কার্যালয়ের প্রধান ফটক পর্যন্ত বিক্ষোভ মিছিল করে সড়ক ছাড়েন রাবিপ্রবি শিক্ষার্থীরা।
এসময় আন্দোলনরত রাবিপ্রবি শিক্ষার্থীরা বলেন, ‘দীর্ঘ সময় ধরে ক্যাম্পাসে ভিসি না থাকায় বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন হয়ে পড়েছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষক নিয়োগসহ নানান ধরনের জটিলতা দেখা দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ে স্থবিরতা দেখা দিয়েছে।
শিক্ষা উপদেষ্টা যদি আমাদের দাবি মেনে না নিয়ে বৃহস্পতিবারের (৯ ডিসেম্বর) মধ্যে ভিসি নিয়োগ না করেন তাহলে ডিসির কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে রাবিপ্রবি ছাত্রদলের সংগঠক মো. জসিম উদ্দিন, শিক্ষার্থী আব্দুস সাত্তার, আব্দুল্লাহ আল বাদশা মতিনসহ অন্যান্য শিক্ষার্থীরা নেতৃত্ব দেন। এসময় জেলা প্রশাসনের সঙ্গে সেখানে উপস্থিত জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ বিএনপির অন্যান্যরা নেতারাও উপস্থিত ছিলেন।
আন্দোলনরত ছাত্রদের নিবৃত্ত করে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বলেন, ৭২ ঘন্টার আল্টিমেটালের মধ্যে যদি রাবিপ্রবিতে ভিসি পদে কাউকে নিয়োগ দেয়া না হয় সেক্ষেত্রে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে থাকবে বিএনপি।
এদিকে, শিক্ষার্থীদের ভিসি নিয়োগ নিয়ে আশ্বাস দিয়ে রাঙ্গামাটির অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন বলেন, তাৎক্ষণিক শিক্ষার্থীদের দাবি মেনে নেয়া হয়েছে। আমাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে ফোন করে জানানো হয়েছে সোমবার (৬ জানুয়ারি) বিকেলে মাননীয় শিক্ষা উপদেষ্টার কার্যালয়ে ভিসি নিয়োগের জন্য ফাইল যাবে। সেখান থেকে রাষ্ট্রপতির কার্যালয় হয়ে আশা করছি কাল বা পরশুর মধ্যে শিক্ষার্থীরা তাদের দাবি মতে নতুন ভিসি পেয়ে যাবে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা শিক্ষার্থীদের দাবিতে পদত্যাগ করেছেন। রাবিপ্রবিতেও শিক্ষার্থী ও শিক্ষকদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ দুই কর্মকর্তা ভিসি ড. সেলিনা আখতার ও প্রো-ভিসি ড. কাঞ্চন চাকমাকে পদত্যাগ করান। তৎকালীন ভিসি সেলিনা আখতারের আপত্তির মুখে ভাষাগত কারণে প্রো-ভিসি কাঞ্চন চাকমাকে দুইবার পদত্যাগ করান শিক্ষক-শিক্ষার্থীরা।
এরপর থেকে কার্যত অভিভাবক শূন্য হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়টি। প্রশাসনিক, একাডেমিক ও সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে রাবিপ্রবির বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের এক শিক্ষককে অতিরিক্ত দায়িত্ব দিয়েই চলছে রাবিপ্রবি। অভিভাবক শূন্য পাহাড়ের এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিএনপি ও জামায়াতপন্থি দুই শিক্ষকের ভিসি পদে তদবির খবর জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
সারাবাংলা/এনজে