বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনিসুর রহমানের মৃত্যুতে সিপিবির শোক
৬ জানুয়ারি ২০২৫ ১৭:০৬
ঢাকা: বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সোমবার (৬ জানুয়ারি) সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের দেওয়া বিবৃতি শোক প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলেন, দেশ ও গণমানুষের প্রতি অধ্যাপক আনিসুর রহমানের অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। অধ্যাপক আনিসুর রহমান একজন স্বনামধন্য অর্থনীতিবিদ। তিনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। স্বাধীন হওয়ার পর দেশ পুনর্গঠনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
অধ্যাপক আনিসুর রহমান একজন দেশপ্রেমিক প্রগতিশীল মানুষ ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশের বাম-প্রগতিশীল রাজনীতির এক শুভানুধ্যায়ীকে হারালো। সিপিবির নেতারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
রোববার (৫ জানুয়ারি) দুপুর ১টা ১০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অর্থনীতিবিদ অধ্যাপক মো. আনিসুর রহমান মৃত্যুবরণ করেন।
সারাবাংলা/এএইচএইচ/ইআ