Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় আরও ৮৮ নিহত

আন্তর্জাতিক ডেস্ক
৬ জানুয়ারি ২০২৫ ১১:০৭ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ১৪:৫৫

ইসরায়েলি হামলায় নিহত। ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৮৮ জন নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৫ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে।

রোববার (৫ জানুয়ারি) কাতার ভিত্তিক সংবাদম্যাধম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে ২৪ ঘণ্টায় ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ২০৮ জন আহত হয়েছেন। অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সেনারা গাজার রাফা, নাবলুস ও দেইর আল বালাহ এলাকায় হামলা চালিয়েছে। নাবলুসে দোকান-পাট বন্ধ করে সামরিক চেক পয়েন্ট বসিয়েছে তারা।

ইসরাইলের সামরিক বাহিনী জানায়, গাজার উত্তরাঞ্চলে এক সংঘর্ষে ইসলামিক জিহাদের এক কমান্ডারের মৃত্যু হয়েছে।

এদিকে, ইসরায়েল ও হামাসের মধ্যে চলছে যুদ্ধবিরতির আলোচনা। সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ৩৪ জিম্মিকে মুক্তি দিতে তালিকা অনুমোদন করেছে হামাস।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ জানিয়েছেন, বন্দিদের ফিরিয়ে আনার বিষয়ে হামাসের সঙ্গে কাতারের দোহায় আলোচনা শুরু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে হামাস জানিয়েছে, ইসরাইলের উপস্থাপিত ৩৪ বন্দির একটি তালিকা অনুমোদন করেছে তারা। যা সম্ভাব্য চুক্তিতে বিনিময়ের জন্য ব্যবহার করা যেতে পারে। এ বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি।

সারাবাংলা/এইচআই

অবরুদ্ধ গাজা ইসরায়েল-ফিলিস্থিন গাঁজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর